চলতে ফিরতে ব্যস্ততায় হঠাৎ পা ফসকে পড়ে গেলেন বা হিলের ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে গেলেন। ডাক্তারের কাছে ছুটে যাওয়ার জন্য ও অন্তত পা দুটি ঠিক থাকা জরুরি। তাই আপনার বা পরিবারের কারো পা মচকালে তৎক্ষণাৎ ঘরোয়া কি চিকিৎসা দেয়া যেতে পারে তা আগে জানা থাকা উচিত সবার - .
- যেকোনো জয়েন্ট পেইন নিরাময়ের প্রথম চিকিৎসাকে ইংরেজিতে বলা হয় - RICE। যার অর্থ হল - rest, ice, compression, and elevation।
Rest - ব্যথার স্থানে দিন পর্যাপ্ত বিশ্রাম।
Ice - ব্যথা প্রশমিত করতে আঘাতপ্রাপ্ত স্থানে বরফ লাগান।
Compress -ব্যথার জায়গার মাসলকে চাপে রাখুন। এইজন্য ব্যথার জায়গায় ইলাস্টিক ব্যান্ডেজ পেচিয়ে রাখুন।
Elevate - ব্যথার স্থান বা পা উঁচু করুন কিছু সময় পর পর।
ঘরে বসে মচকানো পায়ের ব্যথা কমাতে চাইলে প্রথমে ৪ টি কাজ করুন তারপর অন্য চিকিৎসার কথা ভাবুন।
- পা মচকালে বা আঙ্গুলে ব্যথা পেলে প্রথম কাজ হবে পায়ের সব আংটি, নুপুর বা মোজা সাথে সাথে খুলে ফেলা।
- যে জায়গায় ব্যথা সে জায়গা যত দ্রুত সম্ভব পরিষ্কার করুন।
- কিছু সময় পার হলে ব্যথা কমে আসলে পায়ের উপর ধীরে ধীরে ভর দিয়ে হাঁটার চেষ্টা করুন। ব্যথা লাগলে বিশ্রাম নিয়ে ধীরে ধীরে আবার চেষ্টা করুন।
- ব্যথার জায়গায় খুব ধীরেধীরে হালকা করে ম্যাসাজ করুন। এতে রক্ত চলাচল বাড়ে। ম্যাসাজ করতে খেয়াল রাখুন যেন পায়ে ব্যথা না লাগে।
- ব্যথার সময়ে অ্যালকোহল পান থেকে বিরত থাকুন।
- ব্যথা প্রশমিত করতে MSA নামক উপায়ে ব্যয়াম শুরু করা উচিত। MSA অর্থ হল -
মুভমেন্ট - বিশ্রাম নেয়ার মানে এই নয় যে ব্যথার স্থান আর নড়াচড়া করানো যাবে না। বরঞ্চ ব্যথা পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মাঝেই ধীরে ধীরে হাঁটাচলা শুরু করা উচিৎ।
স্ট্রেংথ - ব্যথা প্রশমিত হওয়ার পর পরই ধীরেধীরে হাঁটাচলা বাড়িয়ে আঘাতপ্রাপ্ত স্থানকে আগের মত সচল করতে হবে।
অল্টারনেটিভ অ্যাকটিভিটিজ - হাঁটাচলার পাশাপাশি দৈনন্দিন জীবনের সাভাবিক কাজও একটু একটু করে দেখতে হবে ব্যথা হচ্ছে কিনা। না হলে কাজকর্ম একটু একটু করে বাড়াতে হবে।

