চুলের যত্নে আমরা সবসময়ই সচেতন। কিন্তু সেটা শ্যাম্পু, কন্ডিশনার প্রভৃতির ব্যবহার পর্যন্তই। অথচ চুলে এসবের ব্যবহারটা কেমন হবে বা চুল ধোয়ার নিয়ম কোনটাই মেনে চলি না আমরা। আর সেজন্যই চুলের বারটা বেজে যায়। সেকারণে চুল ধোয়ার কিছু সাতটি নিয়ম নিয়েই আজকের আয়োজন।
♦ আমরা প্রতিদিন চুল ধুই। কিন্তু সেটা খুব জরুরি নয়। খুব ময়লা না হলে চুল প্রতিদিন না ধোয়াই ভালো।
♦ চুলের ধরনের ওপর নির্ভর করে চুল ধোয়ার প্রয়োজনীয়তা। ধোয়ার আগে অবশ্যই চুলের জট ছাড়াতে হবে। কারণ ভেজা চুল সহজে ভেঙে যেতে পারে। তাই আগে ভালো করে আঁচড়ে পরে শ্যাম্পু করুন।
♦ সব ব্র্যান্ডের শ্যাম্পু আপনার চুলে নাও মানাতে পারে। তাই চুলের ধরন বুঝে আপনার শ্যাম্পু ও কন্ডিশনার বেছে নিন।
♦ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারে সতর্ক হোন। চুলের গোড়ায় শ্যাম্পুও আগায় কন্ডিশনার ব্যবহার করুন। এটাই চুল ধোয়ার এবং যত্ন নেওয়ার সঠিক উপায়।
♦ চুল সাজানোর জন্য যত সম্ভব কম কেমিক্যাল পণ্য ব্যবহার করুন।
♦ স্টাইল করতে চাইলে চুল পরিষ্কার রাখাই জরুরি।
♦ পানি বেশি গরম হলে তা চুলের গোড়াকে আলগা করে ফেলতে পারে। তাই চুল ধোয়া বা গোসলের ক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করুন।
সূত্র - poriborton.com

