চলে আসছে শীত। শুষ্ক এ মৌসুমে খুশকির সমস্যা থাকে প্রায় সবারই। কারো বেশি কারো কম। তবে অনেকে শীতে খুশকির জন্য যথেষ্ট কষ্ট ভোগ করেন। ফলে ব্যবহার করেন নানা শ্যাম্পু কিংবা তেল। জেনে নেওয়া যাক এই সমস্যার টুকরো কিছু সমাধান।
মূলত শীতে মাথার ত্বক শুষ্ক হওয়ার কারণেই গুড়ো গুড়ো শুকনো চামড়া উঠতে শুরু করে। অনেকে আবার এই সময়ে শ্যাম্পুও ব্যবহার করতে চান না। এতে খুশকি মাথায় জমতে শুরু করে। খুশকি দূর করতে হেয়ার ট্রিটমেন্ট করাটা জরুরি। এটি আপনি বাসায় বা পার্লারে গিয়েও করতে পারেন।
♦ প্রথমে কুসুম গরম তেল (সেটা নারিকেলও হতে পারে)-এ তুলো ডুবিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
♦ চুলের প্রত্যেকটি গোড়ায় ভালোমতো তেল ম্যাসাজ করা হয়ে গেলে হালকা গরম পানিতে তোয়ালে চুবিয়ে মাথায় ১০ মিনিট গরম ভাপ নিতে হবে।
♦ এভাবে দুইবার ভাপ নেওয়ার পর ধীরে ধীরে ভালোমতো চুল আঁচড়াতে হবে।
♦ গরম ভাপের কারণে মাথার ত্বকের খুশকি নরম হয়ে যাওয়ায় খুশকি ঝরে পড়বে।
♦ এরপর ভালোমানের একটা অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নিন।
♦ অবশ্যই মনে রাখবেন যে শ্যাম্পু করার পর আপনার চুল সম্পূর্ণ রূপে পরিষ্কার হয়েছে। যেন মাথার কোনো অংশে শ্যাম্পু না লেগে থাকে।
সূত্র - poriborton.com

