চুলের আগা ফাটা, আগা সরু হয়ে যাওয়ার সমস্যা কমবেশি সবারই হয়। তাই বলে স্টাইলিশ কাট দেয়া তো বন্ধ থাকবে না। আর এ ধরনের সমস্যা বেশি দেখা যায় লেয়ার, ভলিউম লেয়ার, স্টেপ ও ব্যাংগস কাট করানো হলে। আবার রিবন্ডিং করা চুলে অনেক সময় আগা দুই ভাগ হয়ে যায়। চুলে ট্রিম করে, অর্থাৎ, আগা ছেঁটে এসব সমস্যা দূর করা সম্ভব।
অনেকেই মনে করেন, ট্রিম মানে হয়তো আবার কাটা, কিংবা এক-দুই ইঞ্চি কেটে ফেলা। বিষয়টি তা নয়। সামান্য আগা ছাঁটাই হচ্ছে ট্রিম। বিউটি পার্লারে গিয়ে আপনি কতটুকু চুল ছাঁটতে চান, তা আগে ভালোভাবে বুঝিয়ে বলুন। চুলে যে কাট ছিল, সেটি বলে নিন। সে অনুযায়ী ট্রিম করতে হবে। তাহলে ঝামেলায় পড়তে হবে না।
সাধারণত তিন মাস পর চুলের আগা ছাঁটা হয়। কিন্তু লেয়ার কাট, ভলিউম লেয়ার, ভলিউম স্টেপ, ডিপ ইউ কাট থাকলে এক মাস অন্তর ট্রিম বা আগা ছাঁটা উচিত। এতে চুলের কাটের কোনো পরিবর্তন হবে না। আগের মতো সুন্দর দেখাবে। তা না হলে আগা সরু হয়ে এসব কাটের বিশেষত্ব হারায়। এরপর চাইলে ছয় মাস পর আপনার পছন্দমতো নতুন কোনো কাটে সাজাতে পারেন চুল।
এ ছাড়া রং করা ও রিবন্ডিং করানো চুলে সব সময় বাড়তি যত্ন নেয়া উচিত। কেননা, বিশেষ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে রিবন্ডিং করা হয়। নিয়মিত হেয়ার ট্রিটমেন্ট করলে চুল ভালো থাকবে। আর রিবন্ডিং করানো চুল দ্রুত বাড়ে, আবার চুলের আগাও তাড়াতাড়ি ফেটে যায়। অবশ্যই প্রতি মাসে রিবন্ডিং করানো চুলের আগা ছাঁটতে হবে। রঙিন চুলে হাইলাইট করা অংশ রুক্ষ হয়ে যায়। এ ধরনের চুলের জন্য উপযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলে সমস্যা খানিকটা কমবে। দুই মাস অন্তর অবশ্যই ট্রিম করতে হবে।
তবে যাদের বিশেষ কোনো কাট নেই, সাধারণ সোজা চুল, তারা দুই থেকে তিন মাসের মধ্যে চুল ট্রিম করাবেন। এ ছাড়া নিয়মিত যত্নের কোনো বিকল্প নেই। বাড়িতেই নিতে পারেন চুলের যত্ন। চুলের আগা ফাটার সমস্যা রোধ করতে কয়েকটি প্যাক ব্যবহার করতে হবে।
ঁ মধু ও পাকা কলার পেস্ট প্রতি সপ্তাহে ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া মধুর সঙ্গে টক দইয়ের মিশ্রণ ব্যবহার করতে পারেন।
ঁ পাকা পেঁপে ও আধা কাপ টক দই ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট চুলে রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ঁ শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করার পর আধাকাপ দুধের সঙ্গে যেকোনো ক্রিম মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হবে। অপেক্ষা করুন ৩০ মিনিট। এরপর পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে।
সূত্র - যায়যায়দিন

