সুখের খোঁজে নিজের সাথে অবিচার করছেন না তো?
২১ জুলাই, ১৪
Viewed#: 77

মানুষ মাত্রই সুখের পেছনে অবিরাম ছুটে চলা। নিজের জীবনের সুখ পাখিটা ধরার জন্যই মানুষ এতো কষ্ট স্বীকার করে থাকেন। প্রতিনিয়ত একপ্রকার যুদ্ধ করেই এগিয়ে চলতে থাকেন নিজের জীবনে। কিন্তু সুখ তো সব সময় সকলের কাছে ধরা দেয় না। কারণ জীবন সুখ দুঃখের মিশ্রণেই তৈরি। কিছু জিনিস রয়েছে যা আমরা নিজের হাতে কখনোই নিতে পারি না। যার কারণে নিজেকে অসুখী মনে হয়।
কিন্তু কিছু জিনিস রয়েছে যা আমাদের নিজের হাতেই রয়েছে কিন্তু আমরা তা পরিবর্তন করে নিজের জীবনে সুখ আনার কথা মনে করি না। আমরা ভুলেই যাই এই সকল কাজের কথা যা প্রতিনিয়ত সুখকে ছিনিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে। এই সকল কাজে পরিবর্তন এনে সুখী হওয়া না হওয়া সম্পূর্ণই আপনার নিজের হাতে। পারফেক্ট সুখের খোঁজে প্রতিদিন নানান কাজ করি আমরা। কিন্তু এই খজের কারণেই প্রতিদিন নিজের সাথে অবিচার করছেন কিনা ভেবেছেন কখনো?
সব কিছুর জন্য নিজেকে দায়ী ভাবা
জীবনে বিপদআপদ সুখ দুঃখ, সফলতা এবং বিফলতা সবই আসবে। কিন্তু সব কিছুর কারণ নিজেকে ভাবা একেবারেই উচিৎ নয়। আপনি যখন বিফল হচ্ছেন বা কোনো কারণে মানসিক চাপে পড়ছেন তখন স্বভাবতই সবার প্রথমে আপনি ভাববেন যা হচ্ছে সব কিছু আপনার নিজের কারণেই হচ্ছে যা একেবারেই উচিৎ নয়। এই কাজটি আপনার আত্মবিশ্বাস একেবারেই নষ্ট করে ফেলবে। এতে করে আপনার মানসিক শান্তি একেবারেই থাকবে না। এবং আপনি জীবনে কখনোই সুখের স্বাদ পাবেন না।
অন্যের স্বপ্নপূরণের পিছনে ছোটা
সন্তান অনেক সময় বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের কথা ভেবে নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিয়ে তাদের স্বপ্নপূরণের পিছনে ছুটতে থাকেন। কিন্তু এই কাজটি কতোটা সঠিক? প্রত্যেক মানুষের নিজস্ব কিছু চিন্তা রয়েছে, রয়েছে নিজের একটি সত্ত্বা। যখন নিজের ইচ্ছেটা মরে যায় তখন অন্যের মুখের দিকে তাকিয়ে যা করা হয় তা শুধুই প্রহসন। এবং সেই কাজে সফলতা বেশ দেরীতেই আসে। তাই অন্যের স্বপ্নপূরণের পিছনে না ছুটে নিজের স্বপ্নটাকে সকলের সামনে তুলে ধরুন। বোঝান সকলকে। এতে করে আপনার সুখ আপনার থেকে দূরে সরে যাবে না।
সব সময় পারফেক্ট জিনিসটি খুঁজতে যাওয়া
এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়। একেবারে পারফেক্ট কিছু খোঁজার পিছনে ছোটার অর্থ শুধুই সময় নষ্ট। আপাত দৃষ্টিতে যদি আদৌ কোনো কিছু পারফেক্ট মনে হয় তা অবশ্যই আদতে পারফেক্ট নয়। পারফেক্ট কাজ, পারফেক্ট মানুষ এবং পারফেক্ট জীবন পাওয়ার আশা ছেড়ে দিন। যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। এতে করে মনের শান্তি খুঁজে পাবেন।
অতীতকে বারবার বর্তমানে নিয়ে আসা
কথায় বলে, ‘অতীত একটি সুন্দর স্থান ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সেখানে থাকতে চাওয়াটা বোকামি’। অবশ্যই তাই অতীত থেকে শিক্ষা নেয়ার জন্য অতীতের কিছু ঘটনা আপনি মনে করতে পারেন শুধু কিন্তু অতীতকে বারবার বর্তমানে নিয়ে এসে ধরে বসে থাকাটা শুধু মাত্র বোকামি। এতে করে আপনার বর্তমানটিও নষ্ট হবে। সুখ হারিয়ে যাবে জীবন থেকে।
ভবিষ্যতের কথা খুব বেশি ভাবা
একটি প্রবাদ রয়েছে, ‘ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ’। কিন্তু এই কথাটির সাথে একটি কথা আরও যোগ করে দেয়া উচিৎ। তা হচ্ছে ‘ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ যদি তা ইতিবাচক ভাবনা হয়’। আপনি যদি ভবিষ্যৎ নিয়ে ভবতে চান তবে শুধুই ইতি বাচক কথা ভাবুন। কারণ ভবিষ্যতে কি হবে, কিভাবে হবে, কোনো সমস্যা হলে কি হবে এইসকল নেতিবাচক ভাবনা বর্তমানের সুখকে একেবারেই নষ্ট করে দেবে।
সূত্র - প্রিয়.কম