ছোট এলাচের বড় গুণ
19 April,14
Viewed#: 341
এলাচ সুপরিচিত মসলা। এলাচে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিংক, ফসফরাস ও ভিটামিন ‘সি’। এলাচ দেখতে ছোট হলেও এর রয়েছে বড় গুণ। জেনে নিন ছোট ছোট এলাচের বড় বড় গুণগুলোর কথা।
পেটফাঁপা সমস্যা থাকলে প্রতিদিন খালিপেটে ১ চামচ মধুর সঙ্গে ১ টি এলাচ চিবিয়ে খান। সপ্তাহখানেকের মধ্যে দূর হবে পেটফাঁপা সমস্যা।
এলাচের মিনারেল উপাদান ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে।
মুখের দুর্গন্ধ দূর করতে এলাচের মতো কার্যকর কিছু নেই।
মানসিক অস্থিরতা দূর করে হৃদস্পন্দন স্বাভাবিক করে এলাচ, শরীরকে সুস্থ রাখে।
নিয়মিত এলাচ খেলে রক্ত সঞ্চালন ভালো হয়। ফলে চুল ও ত্বক উজ্জ্বল হয়।
ক্ষুধামন্দা হলে, খাওয়ার আগে একটি এলাচ গুঁড়া করে পানি দিয়ে গিলে খেলে দূর হবে ক্ষুধামন্দাভাব, সেইসঙ্গে বাড়বে হজম শক্তি।
অ্যাসিডিটির সমস্যা থাকলে এলাচ খেলে উপকার পাওয়া যায়।
শ্বাসকষ্ট কিংবা অন্যান্য ঠাণ্ডাজনিত সমস্যা দূর করে এলাচ।
সূত্র - বাংলামেইল২৪ডটকম