অনলাইনে সব সময় তথ্য পাওয়া যায় উন্মুক্ত বিশ্বকোষ ‘উইকিপিডিয়া’ থেকে। কিন্তু সম্প্রতি উইকিপিডিয়ার তথ্য চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহারে সতর্কতা জারি করেছেন বিজ্ঞানীরা। এর চিকিৎসাবিষয়ক পাতাগুলোতে বেশকিছু ভুল তথ্য পাওয়ার পর এ সতর্কতা জারি করা হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
সূত্র জানিয়েছে, উইকিপিডিয়ার চিকিৎসা পরামর্শমূলক প্রতি ১০টি নিবন্ধের মধ্যে ৯ টিতেই ভুল পাওয়া যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের গবেষকরা এক সমীক্ষায় দেখেছেন উইকিপিডিয়ায় এমনকি ফুসফুসের ক্যান্সার, বিষণ্নতা, ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য অসুস্থতার বিষয়ে উইকিপিডিয়ার নিবন্ধে ভুল তথ্য রয়েছে।
গবেষণাপত্রের প্রধান লেখক ও ক্যাম্পবেল ইউনিভার্সিটির গবেষক রবার্ট হাসটি বলেন, কোনো রোগের ক্ষেত্রে একজন ডাক্তারের সঙ্গে কথা বলাই সবচেয়ে ভালো। তিনি আরো বলেন, ‘গবেষণার জন্য সহজ ও সুবিধাজনক বিষয় হতে পারে উইকিপিডিয়া। তবে জনগণের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে রোগিদের এটি প্রাথমিক তথ্যভাণ্ডার হিসেবে ব্যবহার করা উচিত নয়। কারণ এসব নিবন্ধ মেডিক্যাল জার্নালের মতো নিয়ম অনুসরণ করে প্রকাশিত হয় না।’
এ ছাড়া ডাক্তারদের উইকিপিডিয়া নিবন্ধ উন্নত করার জন্য কাজ করার পদ্ধতির সঙ্গে পরিচিত হতে উৎসাহিত করেন ড. রবার্ট হাসটি।
বিভিন্ন বিষয়ে তথ্য যোগানোর জন্য উইকিপিডিয়া বহুলভাবে ব্যবহার হচ্ছে। সম্প্রতি এতে ২৮৫টি ভাষায় প্রায় তিন কোটি ১০ লাখ নিবন্ধ পাওয়া গেছে।
এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকান অস্টিওপ্যাথিক অ্যাসোসিয়েশন জার্নালে।
সূত্র - কালের কণ্ঠ

