মার্কিন গবেষকেরা সম্প্রতি স্তন ক্যানসার চিকিত্সার নতুন পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। তাঁরা আশা করছেন তাঁদের উদ্ভাবন করা পদ্ধতিতে জটিল স্তন ক্যানসারেরও কার্যকর চিকিত্সা করা সম্ভব হবে। ‘এইচইআর২-পজিটিভ’ ধরনের জটিল এই ক্যানসার স্তন ক্যানসারে আক্রান্ত প্রতি চারজন রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে বিস্তার লাভ করতে দেখা যায়।
গবেষকেরা দাবি করেন, ‘এইচইআর২-পজিটিভ’ আক্রান্ত রোগীর ক্ষেত্রে হারসেপটিন নামের ওষুধ ব্যবহার করে চিকিত্সা করা হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে এই চিকিত্সার প্রতিরোধক তৈরি হয়ে যায়। স্তন ক্যানসারের অন্যান্য রূপের তুলনায় তাই ‘এইচইআর২-পজিটিভ’ বেশি জটিল হয়ে দাঁড়ায়।
‘নেচার কেমিক্যাল বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধটি। জটিল স্তন ক্যানসারের চিকিত্সা পদ্ধতি উদ্ভাবনে কোল্ড স্প্রিং হারবর ল্যাবরেটরির (সিএসএইচএল) গবেষকেদের নেতৃত্বে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকেরা কাজ করেছেন।
প্রতিষ্ঠানটির গবেষক নিকোলাস টঙ্কস বলেছেন, জটিল এই স্তন ক্যানসারের ক্ষেত্রে পিটিপি১বি নামে প্রোটিনের মূল ভূমিকা থাকে। টিউমার তৈরি ও বিস্তারে এই প্রোটিন কাজ করে। এই প্রোটিনের প্রতিরোধক হিসেবে ইঁদুরের ক্ষেত্রে এমএসআই-১৪৩৬ বা ট্রোডাসকুইমিন নামের এনজাইম ব্যবহার করে আশানুরূপ ফল পাওয়ার দাবি করেছেন তাঁরা।
সূত্র - প্রথম আলো

