শার্শার বেনাপোলে পল্লী এলাকার স্বাস্থ্যসেবায় দুস্থ ও অসহায় রোগীদের ভরসা হয়ে উঠেছে কমিউনিটি ক্লিনিক। গত ১ বছরে উপজেলার ৩৯টি কমিউিনিটি ক্লিনিক থেকে প্রায় ৩ লাখ নারী-পুরুষ-শিশু চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেছেন।
স্থলবন্দর বেনাপোল পৌরসভা ও সীমান্ত পল্লীখ্যাত এ উপজেলার ১১টি ইউনিয়নের ১৮৩টি গ্রামের ১০ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় রয়েছে একটি মাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র ‘নাভারন হাসপাতাল’। এ হাসপাতাল থেকে ২০১৩ সালে গত ১ বছরে চিকিৎসা নিয়েছে মাত্র ৪৬ হাজার রোগী।
পল্লী জনগোষ্ঠীর চিকিৎসায় ব্যাপক ভূমিকা রাখতে শুরু করেছে কমিউনিটি ক্লিনিক। সরকারের এ উদ্যোগটি অসহায় সাধারণ মানুষের খুবই উপকারে আসছে। তবে রোগীরা জানান, পর্যাপ্ত ওষুধ ও নেবুলাইজেশন মেশিন হলে তারা আরও উপকৃত হতো।
বেনাপোল গয়ড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক শাহনাজ খাতুন জানান, ক্লিনিকটি হওয়ায় দু:স্থ ও অসহায় মানুুষেরা সহজেই চিকিৎসা সুবিধা নিতে পারছে। প্রতিদিন শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। তবে শিশুদের চিকিৎসা সরঞ্জামের অভাবে রয়েছে।
ছাটআচড়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কুলসুম জানান, এখানে প্রতিদিন প্রায় ১শ রোগীর ওষুধপথ্য দেওয়া হয়। গ্রামের নারীরা জন্ম নিয়ন্ত্রণে খোলামেলাভাবে আলোচনা করে ব্যবস্থা নিচ্ছেন।
এই কমিউনিটি ক্লিনিকে শিশুর চিকিৎসা নিতে আসা গৃহবধু রহিমা খাতুন বলেন, ‘আমরা বিনামূল্যে ওষুধ ও ফ্রি চিকিৎসা পেয়ে অনেক উপকৃত হচ্ছি। আমাদের পক্ষে সংসারের কাজ ফেলে দূরে গিয়ে বেশিদামে ওষুধ ফি দিয়ে চিকিৎসা করানো সম্ভব হতো না। -
সূত্র - risingbd.com

