জন্মের কয়েক মিনিট পরেই ছোট্ট কন্যাশিশু চ্যানেল মুরিশকে ওপেন হার্ট সার্জারির জন্য নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এর ফলে শিশুটি হয়ে উঠেছে কনিষ্ঠতম ওপেন হার্ট সার্জারি রোগী। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
শিশুটির হৃদযন্ত্রের অর্ধেক চললেও বাকি অর্ধেক কাজ করছিল না। এটি খুব বিরল একটি সমস্যা। জন্মের কয়েক মিনিট পরেই এ সমস্যার জন্য তাকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এ সমস্যাটি গর্ভে থাকার সময়েই তার হয়েছিল এবং এ থেকে বাঁচার সম্ভাবনা খুব কমই ছিল বলে জানিয়েছেন ডাক্তাররা।
জন্মের কয়েক মিনিট পরের সেই অপারেশনে শিশুটির হৃৎপিণ্ডে একটি নল ঢুকিয়ে রক্ত চলাচলের পথ ঠিক রাখা হয়।
প্রথম অপারেশনের এক সপ্তাহ পরে শিশুটির হৃৎপিণ্ডে দ্বিতীয় অপারেশন করা হয়।
ব্রিটিশ এ শিশুটির বয়স এখন পাঁচ সপ্তাহ। সে দ্রুত সেরে উঠছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গর্ভধারণের ২০ সপ্তাহ পরেই এ ‘হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম’ নামে হৃৎপিণ্ডের এ জটিলতাতির কথা চিকিৎসকরা তার মা ফে মুরিশকে জানান।
শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা এতো কম ছিল যে, ডাক্তাররা তার মাকে গর্ভপাতেরও পরামর্শও দিয়েছিলেন। কিন্তু ফে ও তার স্বামী মাইকেল হাল ছাড়েননি। -
সূত্র -দৈনিক কালের কণ্ঠ

