ভায়াগ্রা এবং এর মতো যৌন উত্তেজক ওষুধের খোঁজে মানুষ কোন ওয়েবসাইটগুলোতে ঢুঁ দেয় বেশি? এ প্রশ্নের উত্তর বের করতে গবেষণা চালিয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া। গবেষণায় দেখা যায়, মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এবং পিন্টারেস্টে সবচেয়ে বেশি ভায়াগ্রার খোঁজ করেন। ওদিকে, ঘুমের সমস্যা এবং স্বাস্থ্য বিষয়ক খবর পেতে ওয়েবএমডি বা ড্রাগস ডট কমের শরণাপন্ন হয়।
দশ লাখেরও বেশি ওষুধ সংক্রান্ত পোস্ট ঘেঁটে এ গবেষণা চালানো হয়।
ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ভেগেলিস রিশিদিস জানান, স্বাস্থ্য বিষয়ক সামাজিক পোস্টে বিষণ্নতা বা মানসিক বিপর্যয় এবং ঘুম না আসার মতো সমস্যার কারণে অ্যারিপিপরাজোল বা ডুলোক্সেটাইন গ্রুপের ওষুধ মানুষ পাঁচ গুন খুঁজে থাকেন। ওদিকে, ভায়াগ্রার মতো যৌন উত্তেজক ওষুধের খোঁজ করেন ১৬ গুন বেশি।
মানুষের এসব তথ্য জানার ক্ষেত্রে ওয়েবএমডি বা ড্রাগস ডট কমের চেয়ে টুইটার এবং পিন্টারেস্ট থেকে তথ্য নিতে দ্বিগুন পরিমাণ বেশি আগ্রহী।
গবেষকরা পোস্ট ঘেঁটে ২০০ শতাধিক ওষুধের তালিকা করেছেন যেগুলো মানুষ সবচেয়ে বেশি খোঁজে। এই জানার আগ্রহকে আরো সহজ করতে গবেষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু টুল সংযোগ করার পরিকল্পনা করছেন।
বর্তমানে ওয়েবসাইটে মানসিক রোগঘটিত সমস্যার সমাধান পেতে ব্রাউজ ৮৭ শতাংশ বেড়ে গেছে। গ্যাস্ট্রোনিসটেস্টিনাল এজেআন্ট, হরমোন, অ্যান্টি-ইনফেক্টিভ এজেন্ট সংশ্লিষ্ট ওষুধের খোঁজও বাড়ছে। সেন্ট্রাল নার্ভ সিস্টেম সংক্রান্ত আলোচনা আবার ৪২ শতাংশ কমে গেছে। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন বায়োমেডিক্যাল ইনফরমেটিকস-এ প্রকাশের পরিকল্পনা চলছে। -
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

