এবার ভায়াগ্রার কথা ভুলে যেতে পারেন! কারণ অক্সিটোসিন প্রয়োগেও সমস্যার সমাধান হতে পারে বলে জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়। তথাকথিত ‘লাভ হরমোন’ অক্সিটোসিন প্রয়োগেই যৌন জীবনের শীথিলতা কার্যকরভাবে দূর হতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গবেষকরা জানিয়েছেন, যেসব মানুষ যৌনতার আগে অক্সিটোসিন গ্রহণ করেছিলেন তারা অন্যদের তুলনায় কিছুটা বেশি যৌনতৃপ্তি লাভ করেন। নারীদের তুলনায় এটি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।
জার্মানির হ্যানোভার মেডিক্যাল স্কুলের গবেষকরা জানান, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিন ব্যবহারে যৌনতায় কিছুটা ভিন্ন অভিজ্ঞতা হয় এবং যৌনসঙ্গীর সঙ্গে সুস্থ সম্পর্কে সহায়তা করে।’
এর আগের গবেষণায় এ হরমোনটি সম্পর্ক ধরে রাখতে ভূমিকা রাখে বলে জানা গিয়েছিল। তবে এর ব্যবহারের ফলে যৌনতার পার্থক্য নিয়ে এর আগে গবেষণা করা হয়নি।
গবেষণার জন্য ২৯ জোড়া স্বাস্থ্যবান দম্পতিকে তাদের বাড়িতে যৌনতার আগে অক্সিটোসিন নাকে স্প্রের মাধ্যমে প্রয়োগ করা হয়। যৌনতার পর তারা তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন।
এতে দেখা যায়, যৌনতার ধাঁচে তাদের মধ্যে তেমন কোনো পার্থক্য হয়নি। কিন্তু যৌনতার অনুভূতির ক্ষেত্রে আগের অন্য সময়ের তুলনায় কিছুটা পার্থক্য হয়। বিশেষ করে পুরুষেরা যৌনতায় অতীতের তুলনায় বেশি যৌনতৃপ্তি পাওয়ার কথা উল্লেখ করেন।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে, হরমোনস অ্যান্ড বিহ্যাভিয়র জার্নালে। -
সূত্র - দৈনিক কালের কণ্ঠ

