প্রতিদিন নিয়মিত ব্যায়াম আমাদের হার্টকে রাখে সুস্থ ও সবল। ক্যানসার ও অন্য যে কোন মারাত্মক অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের গবেষক এডুয়ার্ডো স্যাবিডো, ফ্র্যান্সিসকো অ্যামাডো ও তার সহযোগীরা বলছেন, ব্যায়ামের নানা উপকারিতার বিষয়টি অনুধাবনযোগ্য হলেও, ঠিক কিভাবে তা হার্টের উপকার করে তা এখনও সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারেননি গবেষকরা। নিঃসন্দেহে, হার্টের মাংসপেশীকে সবল করে ব্যায়াম। ফলে, হার্ট সারা শরীরে আরও কার্যকরভাবে রক্ত সরবরাহ করতে পারে। যারা অলসভাবে বসে সময় কাটানোর পরিবর্তে নিয়মিত ব্যায়াম করেন, তাদের হার্টের সমস্যা ও কার্ডিওভাস্ক্যুলার জাতীয় অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। একটি পরিসংখ্যানে এমনও বলা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর আড়াই লাখ মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ কোন ধরনের ব্যায়াম না করা। কিন্তু, শরীরের সূক্ষ্ম গঠনগত পর্যায়ে কিভাবে প্রক্রিয়াগুলো ঘটে, তা গবেষকদের ধাঁধায় ফেলে দিয়েছে। এখনও তারা এর কারণ খুঁজে বের করতে পারেননি। এসিএস’ জার্নাল অব প্রোটিয়োম রিসার্চে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। ব্যায়াম হার্টকে কিভাবে সবল রাখে, তা জানতে ইঁদুরের উপর গবেষণাটি পরিচালিত হয়। ইঁদুরগুলোকে দুটি দলে ভাগ করা হয়। ৫৪ সপ্তাহ ধরে ইঁদুরের যে দলটিকে ব্যায়াম করানো হয়েছিল, তাদের হার্টের কোষের মাইটোকন্ড্রিয়ায় বিশেষ কয়েক ধরনের প্রোটিনের উপস্থিতির আধিক্য লক্ষ্য করেন গবেষকরা, যা হার্টকে করে তোলে আরও শক্তিশালী। শরীরের কোষে শক্তি সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। এদিকে ইঁদুরের অপর দলটিকে ব্যায়াম না করানোয় তাদের হার্ট ছিল তুলনামূলকভাবে দুর্বল। মানুষের ক্ষেত্রেও ঘটনাটা একই। তবে এ নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকরা।
সূত্র - দৈনিক মানবজমিন

