যখন উদ্বিগ্ন হই, আমাদের কানে গরম অনুভূতি হয়। আর যখন বড় ধরনের মানসিক চাপের মধ্যে থাকি, আমাদের বুকে ব্যথা বোধ হয়। কিন্তু কেন? মনের বিশেষ বিশেষ অনুভূতি এবং শারীরিক পরিবর্তনের যোগসূত্র কোথায়?
ফিনল্যান্ডের আলটো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেছেন, পরিচিত সব রকমের মানবীয় আবেগের প্রভাবেই আমাদের শরীরে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হয়। অন্য কথায়, শারীরিক পরিবর্তনের ব্যাপারগুলো আসলে আবেগময় অভিজ্ঞতারই বৈশিষ্ট্য।
উদাহরণ হিসেবে আমাদের বুকে ব্যথার সঙ্গে উদ্বিগ্ন মনোভাবের সংশ্লিষ্টতা এবং প্রেমে পড়ার অনুভূতির সঙ্গে শরীরে বিশেষ ধরনের আনন্দময় উষ্ণতার অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করা যেতে পারে। গবেষকেরা মনে করেন, ছয়টি মৌলিক আবেগের প্রতিক্রিয়ায় আমাদের শরীর প্রত্যক্ষ সাড়া দেয়। মস্তিষ্কের গতিবিধির ছবি এবং আচরণের ধরন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। সবচেয়ে মৌলিক আবেগসংশ্লিষ্ট প্রতিক্রিয়াগুলো সাধারণত বুকের ওপরের অংশে দেখা যায় যেমন, শ্বাস-প্রশ্বাস ও হূৎস্পন্দনের গতির পরিবর্তন। আর রাগ বা সুখের অনুভূতি প্রকাশের প্রতিক্রিয়া ফুটে ওঠে মানুষের চেহারা থেকে শুরু
করে পুরো অবয়বে। প্রায় একই ব্যাপার ঘটে দুঃখের অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও। হতাশা বা বিরক্তির
প্রভাবে মানুষের পরিপাক প্রক্রিয়ায় গোলযোগ দেখা দিতে পারে। তবে সুখ বা আনন্দময় অনুভূতির প্রকাশটাই সবচেয়ে তীব্র হয়ে থাকে।
গবেষণায় নেতৃত্ব দেন আলটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরি নুমেনমা। তিনি ফিনল্যান্ড, সুইডেন ও তাইওয়ানের অন্তত ৭০০ জনের ওপর জরিপ চালিয়ে আরও লক্ষ করেন, পশ্চিম ইউরোপ এবং পূর্ব এশিয়া অঞ্চলের মানুষের আবেগের ধরনের ভিন্নতা রয়েছে। ফলে সেসব আবেগের প্রভাবে তাদের শারীরিক প্রতিক্রিয়ার ধরনও অন্য রকম হয়ে থাকে। টাইমস অব ইন্ডিয়া।
সূত্র - প্রথম আলো

