home top banner

Health Tip

সুন্দর চুল পাওয়ার ১২ টি প্রাকৃতিক উপায়
07 November,13
View in English
Tagged In:  gorgeous hair  hair care  

hair-growthসুন্দর চুল পাওয়ার ১২ টি প্রাকৃতিক উপায়

পুরুষ এবং মহিলা উভয়েই চুল পরা সমস্যায় ভুগতে পারেন। স্বাস্থ্য সমস্যা এবং বংশগত কারণ এ দুটিই চুল পরাতে ভুমিকা রাখতে পারে, কিন্তু কতগুলি প্রাকৃতিক বিষয় আছে যা চুল গজানোতে সাহায্য করে।
 
চুল গজানোর জন্য করা যেতে পারে এমন ১২ টি বিষয় নিম্নে বর্ণিত হল।
 
কম মাংস খান
জাপানি গবেষকরা উচ্চমাত্রায় sebum এর উৎপাদন চুল ঝরে পরার সাথে সম্পর্কিত এটা বের করেছেন। তারা এটা দেখেছেন যে প্রাণীজ ফ্যাট sebum এর উৎপাদন বাড়িয়ে দিতে পারে, সুতরাং কম মাংস খাওয়া একটি ভাল উপায়।
 
Saw Palmetto জাতীয় ভেষজ গ্রহন করুন
পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই চুল ঝরে পরার চিকিৎসায় Saw Palmetto ব্যবহৃত হয়ে থাকে। Journal of Alternative and Complementary Medicine পরিচালিত এক গবেষণায় জানা  গেছে যে দৈনিক Saw Palmetto গ্রহন করলে চুল গজানো ত্বরান্বিত হয়।
 
নিয়মিত থাইরয়েড পরীক্ষা করুন
হাইপোথাইরয়েডিজম চুল কমে যাওয়া এবং চুল ঝরে পরার কারণ হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হলে তা অভিজ্ঞ চিকিৎসকের কাছে দেখানো উচিত, কিন্তু এছাড়াও করার মত অন্য কিছু আছে। এর মধ্যে একটি হল ট্যাপের পানি পান না করা কারণ এতে ফ্লুরাইড এবং ক্লোরিন থাকে এবং এগুলি আয়োডিন শোষণে বাধা প্রদান করে যা থাইরয়েডের কার্যক্ষমতা কমা সমস্যার একটি কারণ। অন্য একটি ভাল উপায় হল kelp এর মত সামুদ্রিক সবজী গ্রহন করা, কারণ এগুলি প্রাকৃতিক আয়োডিন সমৃদ্ধ এবং এগুলি দেহে আয়োডিনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য bladderwrack নামক আয়রন সমৃদ্ধ ভেষজ সম্পুরক খাবার গ্রহণ করতে পারেন।
 
ফ্যাটি এসিডকে ভুলবেন না
গুরুত্বপূর্ণ ফ্যাটি এসিড চুলের জন্য বেশ ভাল এবং এটি ওয়ালনাট, মাছ, আভোকাডো এবং তিসি বীজ ইত্যাদিতে পাওয়া যায়।
 
চুলের জন্য Bioton
স্বাস্থ্যের জন্য যেমন তেমনি চুল এবং মাথার ত্বকের জন্য Bioton বেশ উপকারী। বাদামী চাল, বাদাম এবং ওট হল Bioton সমৃদ্ধ খাবার।
 
Methylsulfonylmethane এবং Keratin
Methylsulfonylmethane নামক উপাদান চুলের মধ্যে প্রাপ্ত একরকম প্রোটিন যা Keratin নামে পরিচিত তা উৎপাদনে সাহায্য করে, এবং এটি চুলের গোঁড়ার কোষ সমূহকেও শক্তিশালী করে। এক গবেষণাতে দেখা গেছে যে কেবল ছয় সপ্তাহ নিয়মিত Methylsulfonylmethane ব্যবহারে শতকরা ১০০ জন লোকের চুল ঝরে পরা কমে যায় এবং বেশ চুল গজানো শুরু হয়।
 
চুলের গোঁড়ার কোষের জন্য ভিটামিন B কমপ্লেক্স বেশ উপকারী
কেবল একটি ভিটামিন B কমপ্লেক্স সম্পুরক হিসাবে গ্রহন করলে, যে কারও উল্লেখযোগ্য হারে চুল ঝরে পরা কমে এবং চুল গজানোর হার বাড়ে। এটি করার মাধ্যমে যে কেউ তার চুলের গোঁড়ার কোষ সমূহকে সজীব করে তুলতে পারে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে পারে।
 
Collagen উৎপাদন এবং ভিটামিন C
চুলের গোছার চারিদিকে ঘিরে থাকার কারণে Collagen চুলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। Collagen এর বৃদ্ধির জন্য একটি ভাল উপায় হল আরও বেশী পরিমানে ভিটামিন C গ্রহণ। ভিটামিন C সমৃদ্ধ খাবার গুলির মধ্যে আছে কমলা, লাল মরিচ এবং স্ট্রবেরী। Collagen বৃদ্ধি পাওয়ার আরও একটি বেশ ভাল দিক হল এটি ত্বকের বলিরেখাও কমিয়ে দেয়।
 
ভিটামিন E চুলের ভঙ্গুরতা রোধ করে
ভিটামিন E ক্ষতিগ্রস্ত চুলকে পুষ্টিদান করে এবং এটি চুলের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে। ভিটামিন E চুলের গোছাতে keratin সংযোজনে সাহায্য করে এবং এটি চুল ভেঙ্গে যাওয়া বন্ধ করতে সাহায্য করে। ভিটামিন E এর সাহায্যে চুল রক্ষা করতে হলে এটি ৪০০IU পরিমাণে দৈনিক গ্রহণ করা যেতে পারে।
 
আয়রন সমৃদ্ধ খাবার চুলের জন্য বেশ ভাল
স্বাভাবিক ভাবে চুল জন্মানোর জন্য আয়রন একটি প্রয়োজনীয় উপাদান। সবুজ পাতাযুক্ত সবজী, শুকনা ফল এবং জাম জাতীয় ফলে আয়রন বেশী পাওয়া যায়। আমাদের দেহে আরও ভাল ভাবে আয়রন শোষণের জন্য এটি ভিটামিন C এর সাথে গ্রহণ করা উচিত।
 
চুলের জন্য উপকারী খনিজ সমূহ
চুল গজানোর জন্য বেশ উপকারী দুটি খনিজ হল সিলিকা এবং জিঙ্ক। চুল গজানো ত্বরান্বিত করতে একটি বেশ ভাল উপায় হল দৈনিক ৫০০মি.গ্রা. সিলিকা এবং ৫০মি.গ্রা. পরিমাণে জিঙ্ক দৈনিক দুইবার গ্রহণ করতে পারেন
 
Rosemary মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে
মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করতে যুগ যুগ ধরে Rosemary ব্যবহৃত হয়ে আসছে। কেবল মাত্র কয়েক ফোটা Rosemary শ্যম্পুতে বা নারিকেল তেলে মিশিয়ে তা মাথার ত্বকে ভাল ভাবে মালিশ করে যে কেউ তার মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে পারেন।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কর্মজীবী নারীর সহজ সাজ
Previous Health Tips: স্বাস্থ্য সুরক্ষায় এলাচের ভূমিকা

More in Health Tip

চুলকানি / ইনফেকটেড স্ক্যাবিস

প্রশ্ন : আমার শিশুর নাম রাজীব, বয়স ১১ বছর। মাদ্রাসায় পড়ে, হোস্টেলে থাকে। গত ২-৩ সপ্তাহ ধরে তার সারা গায়ে পানিভর্তি গোটা এবং সঙ্গে কিছু শক্ত দানা  হয়েছে। খুব চুলকায় এবং রাতে বেশি চুলকায়। এখন পুরো পরিবারেই কম-বেশি চুলকানি আছে। প্রতিকার কী? উত্তর : চুলকানির পানির গোটা ও শক্ত দানা সাধারণত... See details

জরায়ুর টিউমার নিয়ে যত বিভ্রান্তি

মহিলাদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি হতে দেখা যায়তা হলো ফাইব্রয়েড বা মায়োমা। জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধিরফলে এই টিউমারের সৃষ্টি হয়। ৩০ বছরের ঊর্ধ্বে নারীদের মধ্যে ২০ শতাংশই এইসমস্যায় আক্রান্ত। ফাইব্রয়েড এক ধরনের নিরীহ টিউমার, এটি ক্যানসার বাবিপজ্জনক কিছু... See details

ওজন কমাতে সাইকেলিং

যদি আপনি বাইরে ঘুরতে পছন্দ করেন তাহলে আপনার জন্য একটি নতুন উপায় আছে। এর মাধ্যমে আপনি বাইরে ঘোরার সঙ্গে সঙ্গে আপনার শরীরের চর্বিও কমাতে পারবেন। উপায়টি হলো নিয়মিত সাইকেল চালানো। এটি আপনার পায়ের পেশীকে ক্তিশালী করবে এবং শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেবে। এতে আপনার শরীরের অক্সিজেন আর মাত্রা বেড়ে... See details

জানুন অ্যাসিডিটি কমানোর উপায়

বর্তমান বিশ্বে সাধারণ মানুষের মধ্যে অ্যাসিডিটির সমস্যা বেশ প্রকট। তবে অ্যাসিডিটি কোনো রোগ নয়, খাবারের অনিয়মের কারণেই মূলত মানবদেহে অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি হলে খাবার হজমে সমস্যা হয়, পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়, ফলে পেটে ও বুকে জ্বালাপোড়া ও  ব্যথা করে, বমি বমি ভাবসহ নানা রকমের সমস্যা হয়।... See details

নারীদের সুস্বাস্থ্যের জন্য বদলে ফেলুন ৫টি অভ্যাস

নীরোগ দেহ ও সুস্বাস্থ্য প্রত্যেকেরই কাম্য। পুরুষের থেকে নারীরা সুন্দর ও সুস্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকেন। সুস্থ থাকার জন্য অনেক কিছুই করে থাকেন সবাই। কিন্তু ঘুরে ফিরে শুধুমাত্র খাবার ও ব্যায়ামের উপরেই বেশি জোর দেয়া হয় স্বাস্থ্য ঠিক রাখার জন্য। পারিপার্শ্বিক আরও অনেক ব্যাপার রয়েছে... See details

নানা গুনে সম্পন্ন আঙ্গুর

আঙ্গুর স্বাস্থ্যের জন্য উপকারি একটি ফল। আঙ্গুরের মাঝে এমন কিছু উপাদান আছে যা নিচের রোগসমূহের বিরুদ্ধে কাজ করে থাকে: • এজমা ; • হৃদরোগ ; • মাইগ্রন; • কোষ্ঠকাঠিন্য; • কিডনি সমস্যা ; • ক্লান্তি / অবসাদ ; • বদহজম ; • স্তন ক্যান্সার ; •... See details

healthprior21 (one stop 'Portal Hospital')