যদি ভেবে থাকেন ভিনেগার শুধুমাত্র রান্নার স্বাদ বাড়াতেই কাজে লাগে, তবে একদম ভুল করবেন। রোজকার অনেক খুঁটিনাটি কাজেই ভিনিগার কিন্তুসিদ্ধহস্ত। দাগ তোলা থেকে শুরু করে ফুল তরতাজা রাখা, সবকিছুতেই নিজের অবদানরাখে কৌটাবন্দী ভিনেগার। এবার তবে দেখা যাক, কেমন কাজে লাগে ভিনিগার।
♦ ডিমসেদ্ধ করার সময় পানিতে ভিনিগার মিশিয়ে নিন। এতে ডিম সহজেই ছাড়ানো যাবে।
♦ ফুলদানিতে এক লিটার পানি। দুই টেবিল চামচ ভিনিগার, এক চা চামচ চিনির মিশ্রণ দিলে ফুল তরতাজা থাকবে।
♦ আঠা লাগানো স্টিকার তুলতেও ভিনিগারে জায়গাটি পাঁচ মিনিট ভজিয়ে রাখুন।
♦ বাড়িতে হঠাৎ এসে পড়া অতিথি আপ্যায়নে খুললেন ফ্রিজ। জমাট বাধা মাংসনরমাল হতে বেশ সময় নেবে। মাংসের উপর এককাপ ভিনেগার ঢেলে দিন। মাংসতাড়াতাড়ি নরম ও রন্ধনযোগ্য হয়ে উঠবে।
♦ জেদি কালির দাগ তুলতে দু’ভাগ দুধের সাথে একভাগ ভিনিগার মিশিয়ে নিন।এই মিশ্রণে দাগ লাগা কাপড়ের জায়গাটি সারারাত ভিজিয়ে পরের দিন ধুয়েফেলুন।
♦ কম্পিউটার কি-বোর্ড ও এলইডি স্ক্রিন ভালভাবে পরিষ্কার করতে জলের সাথেশতকরা ৫০ ভাগ ভিনিগার মিশিয়ে নিন। এবার সেই পানিতে কাপড় ভিজিয়ে পরিষ্কারকরুন।
♦ চুয়িংগাম কাপড়ে আটকে গেলে লন্ড্রিতে না দৌড়ে গরম ভিনেগারে কাপড় ডুবিয়ে ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। চুয়িংগাম ছুটে যাবে।
♦ ঝাপসা হয়ে যাওয়া গ্লাস বা কাঁচের পাত্র, কিচেন সিঙ্ক প্রভৃতি ঝকঝকে করতে সারারাত ভিনেগারে ভিজিয়ে রাখুন।
♦ কার্পেটের উপর কোমল পানীয় বা কফির দাগ পরলে পানিতে চারভাগের একভাগভিনেগার মিশিয়ে স্প্রে করুন। তারপর ভিজে তোয়ালে উপরে দিয়ে ইস্ত্রী করুন, দেখবেন দাগ উধাও হওেয় যাবে।
সূত্র - poriborton.com

