home top banner

Health Tip

জেনে নিন রজঃনিবৃতি বা মেনোপজের ১০টি পূর্ব লক্ষণ পর্ব – ২
25 September,13
View in English
Tagged In:  women health  

৫। যোনীপথের শুষ্কতা

যেহেতু ইস্ট্রোজেন হরমোন কমে যেতে থাকে তাই এ সময়ে শরীরের বিভিন্ন স্থান যেমন ত্বক, চুলের গোড়া, অন্যান্য স্পর্শকাতর স্থান যেমন যোনী ইত্যাদির আর্দ্রতা ও লুব্রিকেশন বা তেলতেলেভাব কমে যায়, শুষ্কতা দেখা দেয়। যৌন সঙ্গমে অস্বস্তি এবং ব্যাথা অনুভূত হয়। কাজেই শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য, আনন্দময় যৌনানুভূতির জন্য একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্টের পরামর্শক্রমে ময়েশ্চারাইজার ও লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন।

৬। খিটখিটে মেজাজ (সুইং মুড)

প্রেগনেন্সি কিংবা মেনোপজ শরীরের বিভিন্ন হরমোন নিঃসরনে একধরনের ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি করে। ফলে প্রায়শঃই অস্থির লাগা, হঠাৎ রেগে যাওয়া, কোন কারন ছাড়াই চেঁচামেচি, কান্নাকাটি করা ইত্যাদি আচরন দেখা যায়। এর সাথে যদি যোগ হয় ঘুমের সমস্যা, ভয় কিংবা সন্দেহ, তাহলে তা শরীরের উপর ভয়ানক রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে পারে। হয়ে উঠতে পারে খেয়ালী।

৭। স্তন ব্যাথা

স্তনে স্পর্শ করলে ব্যাথা বা যন্ত্রণা দেখা দেওয়া, নাজুক বা স্পর্শকাতর হওয়া এ সময়ের অন্যতম লক্ষণ। যদিও এ লক্ষণগুলো অন্য সময় যেমন, মাসিককালীন কিংবা গর্ভাবস্থায়ও দেখা দেয় বা দিতে পারে। এ সময়ে বিভিন্ন হরমোনের পরিবর্তনের পাশাপাশি পানি ধারন, স্তন গ্রন্থির ফুলে যাওয়া ইত্যাদি সমস্যার কারনে এরকম অবস্থার সৃষ্টি হয়। আর এ অবস্থার নিরসনে আপনি যা করতে পারেন, তা হল একটা মানানসই, আরামদায়ক ব্রা পরিধান করতে পারেন, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ বর্জন করতে পারেন।

৮। তীব্র মাথা ব্যাথা

শরীরে হরমোনাল চেইঞ্জ হচ্ছে আর এর পাশাপাশি আপনি যদি ক্যাফেইন জাতীয় খাবার বেশি গ্রহণ করেন, তাহলে তা আপনার মস্তিষ্কের স্নায়ুতেও পরিবর্তন আনতে পারে। পেরি-মেনোপজের অন্যতম একটি লক্ষণ হল মাইগ্রেইন। এর থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অতিরিক্ত কফি কিংবা ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণ কমিয়ে দিতে হবে, শব্দ বা গোলমাল থেকে দূরে থাকতে হবে, তীব্র ও উজ্জ্বল আলো এড়িয়ে চলতে পারেন।

৯। যৌন আকাংখা কমে যাওয়া

যেহেতু এটি একটি ট্রাঞ্জিশন পিরিয়ড, তাই এ সময়ে শরীর হয়তো চাইছে না গর্ভধারণ প্রক্রিয়ায় যেতে। ফলে সেক্সের আগ্রহটা কমে যায়। আবার অনেকে অতি সচেতন হয়ে পড়ে, সেক্সের আগ্রহ হারিয়ে ফেলে। দেহের বিভিন্ন পরিবর্তনে এক্সট্রিম অনুভূতির কারনে এ অবস্থার সৃষ্টি হয়। এ সময়ে টেস্টোস্টেরন হরমোন থেরাপি অনেক ক্ষেত্রে ভাল কাজ করে।

১০। অসংযত ইন্দ্রিয়

মল-মূত্র নিয়ন্ত্রণে রাখতে অসমর্থ হওয়ার মত অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে পেরি-মেনোপজ চলাকালীন সময়ে মূত্রথলি অসংযত হয়ে পড়ে। পেলভিক অঞ্চল ও মূত্রথলির পেশিসমূহ স্বাভাবিকের চেয়ে দূর্বল হয়ে পড়ে। এ সময়ে ‘কেগেল’ ব্যায়াম বেশ উপকারী।      

এ্যাক্টিভ বীট ডট কম থেকে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চুল ধোয়ার সাতকাহন
Previous Health Tips: 10 Early Warning Signs of Menopause Part - 1

More in Health Tip

যে কাজগুলো নষ্ট করে দিচ্ছে আপনার ঘুম

প্রতিদিন অনেকেই ঘুম না আসা কিংবা ভালো ঘুম না হওয়ার মত বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে থাকেন। হয়তো দেখা গেল পরের দিন সকালে উঠতে হবে বলে শুয়ে পড়েছেন তাড়াতাড়ি কিন্তু ঘুম আসতে চাইছে না কিছুতেই। বিছানায় এপাশ ওপাশ করে কেটে যায় পুরো রাত। এই সাধারণ সমস্যা ধীরে ধীরে পরিণত হয় অনিদ্রা রোগে। অনিদ্রা রোগ মানুষের... See details

রমজানে পান করুন স্বাস্থ্যকর পানীয়

রমজানে প্রতিদিনকার ইফতারে শরীরের ঘাটতি পূরণের জন্য প্রয়োজন প্রচুর পরিমান পানির। বাজারের কৃত্রিম জুস পান না করে বিভিন্ন ফলের রসের মিশ্রণে তৈরি করুন মজাদার স্বাস্থ্যকর পানীয়। বিশেষ কোন ফলের জুস থেকে ফলের রসের মিশ্রণ আরও তাড়াতাড়ি শরীরকে চাঙা করে তুলতে পারে। হেলথপ্রায়র২১... See details

বিষণ্ণতা আপনার কি কি ক্ষতি করছে

বিষণ্ণতায় আক্রান্ত হয়নি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিষণ্ণতা যখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায় সমস্যাটা হয় তখন। কি কি কারণে বিষণ্ণ হতে পারেন অনেক কারণেই বিষণ্নতা রোগটি হতে পারে। উল্লেখযোগ্য হচ্ছে-পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যার কারণে। বেকারত্ব, প্রেম সংক্রান্ত... See details

প্রশ্ন: মৃগী রোগ কি একটি মানসিক রোগ?

উত্তর: মৃগী মানসিক রোগ নয়। মৃগীরোগহচ্ছে স্নায়ুতন্ত্রের একটি রোগ। মস্তিষ্কের অতি সংবেদনশীলতা ছাড়াও এ রোগেনানা কারণে খিঁচুনি হতে পারে। যেমন: মস্তিষ্কে টিউমার, স্ট্রোক, মাথায়আঘাত ও রক্তপাত, রক্তশিরায় সমস্যা, সংক্রমণ, মাত্রাতিরিক্ত জ্বর, মানসিকপ্রতিবন্ধকতা, আলঝেইমার, বিভিন্ন ওষুধ, শরীরের... See details

বাচ্চা ও মায়ের সম্পর্ক

বাচ্চার সঙ্গে মায়ের সম্পর্ক তৈরির সবচেয়ে সহজ উপায় হলো তার সঙ্গে সময় কাটানো। যতটা সময় পারেন আপনার বাচ্চার সঙ্গে কাটান। আপনি কর্মজীবী মা হলে অফিসে যাওয়ার আগে এবং বাড়ি ফিরে অবশ্যই আপনার নবজাতকের সঙ্গে সময় কাটান। বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানোর কাজগুলো যতটা সম্ভব নিজ হাতে করার... See details

খাবার ভাল রাখতে করণীয়

খাবার দাবার সবসময়ই পঁচনশীল বস্তু হিসেবে বিবেচিত। ফ্রিজে না রেখে বাইরে বের করে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ঘন ঘন লোডশেডিংয়ের জন্য রেফ্রিজারেটরও ভালোমতো কাজ করতে পারে না। অথচ আসন্ন উৎসবে বিভিন্ন আইটেমের খাবার রান্নার ধুম পড়ে যাবে। তাই  কাঁচা সবজি, মাছ, মাংস ও রান্না... See details

healthprior21 (one stop 'Portal Hospital')