home top banner

স্বাস্থ্য টিপ

সন্তানকে পিতামাতার শেখানো উচিত এমন ২০ টি বিষয়ঃ
২১ জুন, ১৩
View in English
Tagged In:  child attitude  child mentality  

children attitude১. খেলাধুলা করবে 

কেননা এটা শেখাবে কিভাবে সম্মানের সাথে জেতা যায়, শোভন ভাবে হারা যায়, ঊর্ধ্বতনকে সম্মান করা যায়, অন্যদের সাথে কাজ করা যায়, সময়ানুবর্তী হওয়া যায় এবং সমস্যা মুক্ত থাকা যায়। এবং এমনকি হয়তোবা ছুঁড়ে দেয়া ও লুফে নেয়া।

২. ভুল ধরার চেয়ে নমনীয় হবে কেননা তোমাকে তা ধৈর্যশীল করবে

৩. নবীন বয়সে অর্থ সঞ্চয়
করবে কারণ পরবর্তীতে কোন একদিন তা দরকার পরতে পারে।
 
৪. ডিস ওয়াশার, ওভেন, ওয়াসিং মেশিন, আয়রন, ভ্যাকুয়াম, মপ এবং ঝাড়ু সম্পর্কে আমার কাছ থেকে জেনে নাও। এরপর এগুলির ব্যবহার করতে শেখ।

৫. প্রার্থনা কর
 তাতে আধ্যাত্মিক ভাবে শক্তিমান হবে
 
৬. কখনও শক্তি প্রদর্শন করতে যেওনা এবং মারামারি শুরু করোনা, কিন্তু কোন বোকা যদি তোমাকে আঘাত করে তবে নিজেকে রক্ষা করো।
 
৭. সঠিক দিকে খেয়াল করে প্রস্রাব করবে। তুমি জানো কাউকে না কাউকে তা পরিস্কার করতে হয়।
 
৮. তোমার শিক্ষা এবং জ্ঞান এমন জিনিষ যা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
 
৯. তোমার সাথীর সাথে ভাল আচরণ করবে। দীর্ঘ সময় একা থাকা যায় কিন্তু তোমাকে অন্তর থেকে ঘৃণা করে এমন কারো সাথে অল্প সময় থাকাও কষ্টকর।
 
১০. তোমার অবয়বে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে।

১১. শক্ত সমর্থ
এবং একই সাথে বিনয়ী হবে

১২. তুমি যা করতে পার
তার সবই একটি মেয়ে করতে পারে। এমনটি হতে পারে সে একটি সফল ক্যারিয়ারের অধিকারী এবং অন্যদিকে তুমি রাত তিনটার সময় ডায়াপার পরিবর্তন করছ। পারস্পরিক সম্মানবোধ সুসম্পর্কের চাবিকাঠি।
 
১৩. "Yes ma'am" এবং “yes sir” বলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়।

১৪. কেউ যদি বলে
এটা তাদের “ব্যাক্তিগত বিষয়” তবে বুঝতে হবে সেটা তাদের একান্তই “ব্যক্তিগত”।  সবার সামনে তা কখনও প্রকাশ করো না।

১৫. বন্ধুদের পাল্লায়
পরা একটি ভয়াবহ বিষয়। একজন ভাল দলনেতা হও তবেই অন্যেরা তোমাকে অনুসরণ করবে।
 
১৬. কোন কারণ ছাড়াই বান্ধবীর জন্য ফুল নিয়ে আসা সব সময়েই একটি ভাল আইডিয়া।
 
১৭. যৌন সম্পর্কের ক্ষেত্রে নিজেকে স্বাভাবিক রাখবে, সুতরাং তারথেকে এমন কিছু হরণ করবে না যা তুমি ফিরিয়ে দিতে পারবে না।
 
১৮. রসবোধ সুস্থ্যতার প্রক্রিয়াকে অনেক দূর এগিয়ে নেয়।
 
১৯. তোমার জীবনসঙ্গী খুব বিচক্ষণতার সাথে বেছে নেবে। তোমার সাথে এবং আমার নাতীদের সাথে জীবনযাপনের যোগসূত্র হল আমার ছেলের বউ।

২০. তোমার মা এবং বাবার
সাথে যোগাযোগ রাখতে ভুলো না কারণ আমরা হয়ত তোমাকে ‘মিস’ করতে পারি।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Beauty tips for oily skin
Previous Health Tips: How to Regain Your Figure Post-Pregnancy

আরও স্বাস্থ্য টিপ

প্রশ্ন: গলায় কিছু আটকে গেলে তাৎক্ষণিক কী করা উচিত?

উত্তর: গলায় কিছু আটকে গেলে আঙুলের সাহায্যে দিয়ে গুঁতা দিয়ে বের করার চেষ্টা করা উচিত নয়। নিজে নিজে আঙুল দিয়ে বের করার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে। গলায় আটকে যাওয়া বস্তু আরও ভেতরে খাদ্যনালি বা শ্বাসনালিতে ঢুকতে পারে। এমনকি শ্বাসনালির ভেতরে ঢুকে তা বন্ধ করে দিতে পারে। গলা পরীক্ষা করে যদি দেখা... আরও দেখুন

Health Benefits of Oranges for many diseases

Every body loves Orange in the world as it tastes good,Besides this Orange is the fruit which is loaded with lot of vitamins. orange fruit contains an impressive list of essential nutrients, vitamins, minerals for normal growth and development and overall well-being and most importantly... আরও দেখুন

কীভাবে বুঝবেন নবজাতকের জন্ডিস

শতকরা ৭০ থেকে ৮০ ভাগ নবজাতকেরই জন্মের পর পর জন্ডিস হতে পারে। ৫০ শতাংশের বেলায় একে বলে স্বাভাবিক জন্ডিস বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফিজিওলজিক্যাল জন্ডিস। শিশুর যকৃৎ পুরোপুরি কর্মক্ষম হয়ে উঠতে একটু দেরি হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস হয়। নবজাতকের জন্ডিস কেন হয়? কম ওজনে... আরও দেখুন

এক গ্লাস উষ্ণ লেবু পানি

লেবুর অনেক গুন। শারীরিক সুস্থতা এবং সৌন্দর্যচর্চা দুই দিকেই সমানভাবে কাজ করে লেবু। এক গ্লাস উষ্ণ গরম পানির সঙ্গে লেবুর রস খেলে অনেক উপকার পাওয়া যায়। জেনে নিন চিনি ছাড়া এই সরবতের গুনাগুন:   রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে থাকে ভিটামিন সি এবং লৌহ যা ঠাণ্ডাজ্বর জাতীয় রোগের বিরুদ্ধে ভীষণ... আরও দেখুন

এই শীতে শিশুর নিউমোনিয়া

বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ হলো নিউমোনিয়া। আর শীতকালেই এর প্রকোপ সবচেয়ে বেশি। উপসর্গের তীব্রতার ওপর ভিত্তি করে তিন ধরনের নিউমোনিয়াকে চেনাজানা দরকার। খুব মারাত্মক, মারাত্মক ও সাধারণ নিউমোনিয়া।   মারাত্মক বা খুব মারাত্মক লক্ষণগুলো না থাকলে শিশুকে হাসপাতালে ভর্তি না করে মুখে খাবার... আরও দেখুন

ফল ও সবজি: মহিলাদের সুস্থ হৃদয়ের চাবিকাঠি

মহিলাদের ক্ষেত্রে হৃদরোগ রুখতে পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খাওয়া প্রয়োজন৷ গবেষকদের নতুন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য৷ যে মহিলারা প্রথম জীবন থেকেই ফল ও সবজি খেতে অভ্যস্ত তারা অন্যান্যদের তুলনায় হৃদয়গত দিক থেকে অনেক বেশি সুস্থ৷ তবে গবেষকেরা জানিয়েছেন, পুরুষদের ক্ষেত্রে এই টোটকা খুব একটা কাজ... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')