অনবরত বৃষ্টির কারণে জুতো ভিজে যাওয়া বেশ বিড়ম্বনার ব্যাপার হয়ে দাঁড়ায়। জুতোর মধ্যে পানি ঢুকে মোজা ভিজে সবসময় প্যাচপ্যাচে ভাব কার ভাল লাগে। সেকারণে পানি শুকিয়ে যেতে সাহায্য করে এমন জুতাই ভাল। তাই বর্ষা মৌসুমে সবকিছু বিবেচনায় ভারী জুতোর বদলে তরুণরা বেছে নিচ্ছেন হালকা ফ্ল্যাট স্যান্ডেলগুলোই।
কোথায়, কেমন:
বাজার ঘুরে ফ্ল্যাট স্যান্ডেল বের করতে খুব একটা সময় লাগবে না। বড় জুতোর শোরুম এপেক্স,বাটা, বে এম্পোরিয়াম, জেনিস-এর শাখাগুলোতে ফ্ল্যাট স্যান্ডেল পেয়ে যাবেন সহজেই। এছাড়াও যেকোন ধরণের জুতোর বড় বাজার হিসেবে ধরা হয় এলিফ্যান্ট রোডকে। এখানকার শতাধিক দোকানগুলো মধ্যে পছন্দসই একটি পাবেন না, তা হতে পারে না। তবে বলে রাখা ভাল, এলিফ্যান্ট রোডে জুতোর একটি পাতাল বাজার অর্থাৎ আন্ডারগ্রাউন্ড মার্কেটও আছে।
ঢুঁ মারতে পারেন নিউমার্কেট এলাকাতে। পুরোনো ঢাকায় ফরমায়েশ অনুযায়ী জুতো বানানো হয়। সেখানে চেষ্টা করে দেখতে পারেন। এছাড়াও গুলিস্তান, মতিঝিল, স্টেডিয়াম এলাকা, ঢাকা কলেজে বিপরীতে, ফার্মগেটের ফুটপাতে সুলভে পেয়ে যাবেন হরেকরকম ফ্ল্যাট স্যান্ডেল।
বাজার ঘুরে দেখা গেল নানা রঙের বাহারি ফ্ল্যাট জুতো। লাল, বেগুনি, সবুজ, হলুদ হরেক রঙের হালকা পাদুকার সম্ভার পেয়ে যাবেন আপনি। জুতোর মোটিফের উপর কাপড়ের ফুলই বেশি লক্ষ্যণীয়। চামড়া, পিভিসি বা স্পঞ্জের জুতোই সহজলভ্য।
যাদের পা ঘামে ভিজে যায় তাদের জন্য রয়েছে মোটা কাপড়ের স্যান্ডেল। এক দোকানি জানালেন সারা বছরই ফ্ল্যাট স্যান্ডেলের চাহিদা থাকলেও বর্ষার সময়েই বিক্রী বেড়ে যায়। তাছাড়া দামে সস্তা ও ডিজাইনের দিক থেকে বেশি বৈচিত্রময় হবার কারণে তরুণরাই বেশি কিনছেন ফ্ল্যাট স্যান্ডেল। তবে বয়স্করা স্যান্ডেল কেনার ক্ষেত্রে আরামকেই প্রাধান্য দিচ্ছেন বেশি।
দামদর:
এপেক্সে ছেলেদের চামড়ার ফ্ল্যাট স্যান্ডেল পাবেন ৬৯০ থেকে ৪২০০ টাকার মধ্যে। আর মেয়েদের জুতো পাবেন ৩৯০ থেকে ৩৪০০ টাকার মধ্যে। এছাড়া অন্যান্য শো-রুমগুলোর মধ্যে বাটায় যে কোন ধরনের স্যান্ডেল পাবেন ৭০০ থেকে ২৫০০-এর মধ্যে।
তবে যে কোন শোরুমের চেয়ে বাইরে ফ্ল্যাট স্যান্ডেল অনেক সুলভ। তবে সেগুলো খুব বেশিদিন টেকসই হয় না। ছয়মাসের মত বাইরের ফ্ল্যাট স্যান্ডেলগুলো পড়া যায়। নিউমার্কেট থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত ফ্ল্যাট স্যান্ডেল পেয়ে যাবেন ১৫০ হেকে ৪০০ এর মধ্যে। ঢাকার অন্যান্য জায়গাতেও ফ্ল্যাট স্যান্ডেলের দামের খুব একটা হেরফের হবে না।
পরিধানের কারিগরি:
চামড়ার স্যান্ডেল অথবা হাইহিল অন্য সময়ের জন্য তুলে রাখুন। বর্ষাকালে ফ্যান্সি চটকদার কালারফুল পাতলা স্যান্ডেল পরুন। হট পিঙ্ক, নেভি বস্নু, রেড এবং অরেঞ্জ কালারের স্যান্ডেল আকাশের এই মন খারাপ করা দিনগুলোতে আপনাকে আনন্দদায়ক প্রেরণা জোগাবে।
বেশি কর্দমাক্ত স্থানে পায়ের আঙুলগুলো ঢাকা স্যান্ডেল পরুন। এতে করে আপনার পায়ের নখ এবং কিউটিকলস রক্ষা পাবে।
সুত্র -poriborton.com

