* শিশুর সঙ্গে বসে প্রতিদিন খেলনা নিয়ে খেলবেন।
* ছোট ছোট বাক্যে স্পষ্ট করে শিশুর সঙ্গে কথা বলবেন।
* কোনো কিছু নিয়ে শিশুকে জোর না করে বুঝিয়ে বলুন।
* অযথা শিশুকে বকাঝকা না করে শিশুর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন।
* শিশুকে তালে তালে ছড়া শোনান।
* বিভিন্ন রকম ছবির বই দেখিয়ে শিশুর সঙ্গে কথা বলুন।
* শিশুকে বলো, এটা কি? ওটা কি? এ জাতীয় প্রশ্ন কম করুন।
* 'ফু' দেওয়ার প্র্যাকটিস করুন। যেমন-'ফু' দিয়ে মোমবাতি নেভানো, বাবল উড়ানো ও বেলুন ফোলানো।
* বিভিন্ন রকম পশু-পাখির ডাক যেমন- কক্-কক্, প্যাক-প্যাক, মিউ-মিউ ইত্যাদি শোনাবেন।
* বিভিন্ন বর্ণমালার সিডি ওডিওতে শোনাবেন।
* টিভি দেখা বন্ধ রাখবেন।
* ঘুমের সময় নিয়মিত করবেন।
* নিজ হাতে খাওয়ানোর অভ্যাস করবেন।
* শিশুকে কখনো মারবেন না।
* অন্য শিশুর সঙ্গে আপনার শিশুকে নিয়মিতভাবে মিশতে দেবেন ও খেলতে দেবেন।
* শিশুকে গানের স্বরলিপি শেখাবেন। স্বা, রে, গা, মা, পা, ধা, নি, সা- সা, নি ধা, পা, মা, গা, রে, সা।
* বাচ্চার গাল, গলা ও থুঁতনি মালিশ করে দেবেন। সর্বদা তাকে হাঁসি খুশি রাখার চেষ্টা করুন।
সুত্র - বাংলাদেশ প্রতিদিন

