প্রশ্ন : Acute upper Respiratory tract infection বলতে কি বোঝায়?
উত্তর : আমাদের শ্বাসযন্ত্রের উপরি অংশ তথা নাক থেকে শুরু করে ব্রঙ্কাস পর্যন্তঅংশের স্বল্পমেয়াদি সংক্রমণকে Acute upper Respiratory tract infection বাস্বল্পমেয়াদি শ্বাসনালির সংক্রমণ বলা হয়ে থাকে।
প্রশ্ন : কি কি রোগ এই স্বল্পমেয়াদি শ্বাসনালির সংক্রমণের আওতায় বাড়ে?
উত্তর : শ্বাসনালি অনেকগুলো অংশের সমন্বয়ে গঠিত। এই অংশগুলো যেমণ : নাক, ফ্যারিংস, ল্যরিংস, ট্রাকিয়া, ব্রন্ধাস এগুলোর সবগুলোর স্বল্পমেয়াদিসংক্রমণের আওতায় পড়ে থাকে। সংক্রমণজনিত রোগগুলো যেমন : Common Cold বাসাধারণ সর্দি, কাশি। স্বল্পমেয়াদি ফ্যারিনজাইটিস ও টানসিলাইটিস।স্বল্পমেয়াদি ল্যারিনজাইটিস। স্বল্পমেয়াদি সাইনোসাইটিস (Acute Sinusitis)।স্বল্পমেয়াদি ব্রঙ্কাইটিস (Acute Bronchitis) এই রোগসমূহ অন্যতম। গঠনগত দিকথেকে এই অংশগুলো প্রায় মিল থাকায় সংক্রমণজনিত এই অংশগুলো উপসর্গসমূহেরমধ্যে অনেকটাই মিল দেখা যায়।
প্রশ্ন : স্বল্পমেয়াদি ব্রঙ্কাইটিস রোগটি আসলে কি?
উত্তর : এটাও শ্বাসনালির স্বল্পমেয়াদি সংক্রমণজনিত একটি রোগ যেখানে ট্রাকিয়া ওব্রঙ্কাস এর পুরো অংশ বা অংশ বিশেষ আক্রান্ত হয়। সাধারণত শীতকীলে যখনআমাদের আবহাওয়ায় তাপমাত্রা ক্রমশ কমতে থাকে তখন এ জাতীয় সংক্রমণের মাত্রাবৃদ্ধি পায়। যদিও বছরের যে কোনো সময় সীমিতভাবে হলেও এ জাতীয় সংক্রমণেরপ্রকোপ দেখা যায়।
প্রশ্ন : কারা এই Acute Bronchitis বা স্বল্পমেয়াদি ব্রঙ্কাইটিসে বেশি আক্রান্ত হয়?
উত্তর : যে কোনো বয়সের নারী বা পুরুষ এই সংক্রমণে আক্রান্ত হতে পারে, তবে শিশু ওবৃদ্ধ/বৃদ্ধাদের মাঝে এ জাতীয় সংক্রমণের প্রকোপ সর্বাপেক্ষা বেশি। এ ছাড়াওঅন্য কোনো রোগে মারাত্দকভাবে অসুস্থ ব্যক্তিও আক্রান্ত হতে পারে।
প্রশ্ন : এ ধরনের স্বল্পমেয়াদি ব্রঙ্কাইটিস কি কখনও টিবি বা যক্ষা রোগের জন্য হতে পারে?
উত্তর : সাধারণত না। তবে অনেক সময় কফের সঙ্গে রক্ত যাওয়াকে অনেকেই যক্ষা হিসেবেধারণা করতে পারে। এ ক্ষেত্রে কফ এ যক্ষার জীবাণু পরীক্ষা করে এবং বুকের X-ray এর সাহায্যে নিশ্চিত হওয়া যায়।
প্রশ্ন : কিভাবে এ রোগের চিকিৎসা করা যায়?
উত্তর : সাধারণত উপসর্গভিত্তিক চিকিৎসাই এ রোগের জন্য যথেষ্ট। যেমন- নাক দিয়েপানি পড়া, শুষ্ক কাশি, হাঁচি ইত্যাদি উপসর্গের জন্য কোডিন জাতীয় ওষুধ ভালোনিরাময় করে। বাজারে কফ প্রদ্বায়ী যেসব সিরাপ আছে সেগুলো এ রোগের চিকিৎসায়তেমন কোনো কাজে আসে না। তবে কাশির সঙ্গে হলুদ বা হলটেট কফ গেলেএন্টিবায়োটিক এর সাহায্য নেওয়া ভালো।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন

