home top banner

স্বাস্থ্য টিপ

সন্তানকে পিতামাতার শেখানো উচিত এমন ২০ টি বিষয়ঃ
২১ জুন, ১৩
View in English
Tagged In:  child attitude  child mentality  

children attitude১. খেলাধুলা করবে 

কেননা এটা শেখাবে কিভাবে সম্মানের সাথে জেতা যায়, শোভন ভাবে হারা যায়, ঊর্ধ্বতনকে সম্মান করা যায়, অন্যদের সাথে কাজ করা যায়, সময়ানুবর্তী হওয়া যায় এবং সমস্যা মুক্ত থাকা যায়। এবং এমনকি হয়তোবা ছুঁড়ে দেয়া ও লুফে নেয়া।

২. ভুল ধরার চেয়ে নমনীয় হবে কেননা তোমাকে তা ধৈর্যশীল করবে

৩. নবীন বয়সে অর্থ সঞ্চয়
করবে কারণ পরবর্তীতে কোন একদিন তা দরকার পরতে পারে।
 
৪. ডিস ওয়াশার, ওভেন, ওয়াসিং মেশিন, আয়রন, ভ্যাকুয়াম, মপ এবং ঝাড়ু সম্পর্কে আমার কাছ থেকে জেনে নাও। এরপর এগুলির ব্যবহার করতে শেখ।

৫. প্রার্থনা কর
 তাতে আধ্যাত্মিক ভাবে শক্তিমান হবে
 
৬. কখনও শক্তি প্রদর্শন করতে যেওনা এবং মারামারি শুরু করোনা, কিন্তু কোন বোকা যদি তোমাকে আঘাত করে তবে নিজেকে রক্ষা করো।
 
৭. সঠিক দিকে খেয়াল করে প্রস্রাব করবে। তুমি জানো কাউকে না কাউকে তা পরিস্কার করতে হয়।
 
৮. তোমার শিক্ষা এবং জ্ঞান এমন জিনিষ যা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
 
৯. তোমার সাথীর সাথে ভাল আচরণ করবে। দীর্ঘ সময় একা থাকা যায় কিন্তু তোমাকে অন্তর থেকে ঘৃণা করে এমন কারো সাথে অল্প সময় থাকাও কষ্টকর।
 
১০. তোমার অবয়বে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে।

১১. শক্ত সমর্থ
এবং একই সাথে বিনয়ী হবে

১২. তুমি যা করতে পার
তার সবই একটি মেয়ে করতে পারে। এমনটি হতে পারে সে একটি সফল ক্যারিয়ারের অধিকারী এবং অন্যদিকে তুমি রাত তিনটার সময় ডায়াপার পরিবর্তন করছ। পারস্পরিক সম্মানবোধ সুসম্পর্কের চাবিকাঠি।
 
১৩. "Yes ma'am" এবং “yes sir” বলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়।

১৪. কেউ যদি বলে
এটা তাদের “ব্যাক্তিগত বিষয়” তবে বুঝতে হবে সেটা তাদের একান্তই “ব্যক্তিগত”।  সবার সামনে তা কখনও প্রকাশ করো না।

১৫. বন্ধুদের পাল্লায়
পরা একটি ভয়াবহ বিষয়। একজন ভাল দলনেতা হও তবেই অন্যেরা তোমাকে অনুসরণ করবে।
 
১৬. কোন কারণ ছাড়াই বান্ধবীর জন্য ফুল নিয়ে আসা সব সময়েই একটি ভাল আইডিয়া।
 
১৭. যৌন সম্পর্কের ক্ষেত্রে নিজেকে স্বাভাবিক রাখবে, সুতরাং তারথেকে এমন কিছু হরণ করবে না যা তুমি ফিরিয়ে দিতে পারবে না।
 
১৮. রসবোধ সুস্থ্যতার প্রক্রিয়াকে অনেক দূর এগিয়ে নেয়।
 
১৯. তোমার জীবনসঙ্গী খুব বিচক্ষণতার সাথে বেছে নেবে। তোমার সাথে এবং আমার নাতীদের সাথে জীবনযাপনের যোগসূত্র হল আমার ছেলের বউ।

২০. তোমার মা এবং বাবার
সাথে যোগাযোগ রাখতে ভুলো না কারণ আমরা হয়ত তোমাকে ‘মিস’ করতে পারি।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Beauty tips for oily skin
Previous Health Tips: How to Regain Your Figure Post-Pregnancy

আরও স্বাস্থ্য টিপ

চশমা বদলাতে চাইলে

ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ রোগীদের রক্তের সুগারের ওঠানামার সঙ্গে দৃষ্টিশক্তিও পরিবর্তিত হয়। তাই ডায়াবেটিক রোগীর চশমা নেয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি- * চশমা নেয়ার আগে সুগার বা চিনির মাত্রা নির্ণয় করে নিতে হবে। রক্তে চিনির মাত্রা বেশি হলে সে মুহূর্তে চশমা... আরও দেখুন

চকচকে সাদা দাঁতের জন্য ৭ সতর্কতা

আপনার দাঁতের সঠিক যত্ন নেয়া অপরিহার্য। শুধু আপনার দাঁতের স্বাস্থ্য ভালো রাখলেই হবে না বরং আপনার দাঁত উজ্জ্বল ও চকচকে থাকা অপরিহার্য। দাঁত ভালো রাখার জন্য খুব অল্প কাজ করতে হবে আপনাকে। যা করতে হবে: ১. যতটা সম্ভব বেকিং সোডা এড়িয়ে চলা। এটা দাঁত থেকে কলাই অপসারণ শুরু করে এবং দাঁত হলুদ করে... আরও দেখুন

টিপস্

* প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উত্তম। নিয়মিত হাঁটলে খারাপ কোলেস্টেরলকমে যায়। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি খাওয়ার রুচিওবাড়ে। * WPW সিনড্রোম নামে পুরুষ ও মহিলা উভয়েরই এ রোগ হয়ে থাকে। এরোগে হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে রোগীর মধ্যে মৃত্যুভয় জেগে ওঠে। ইলেকট্রোফিজিওলজির... আরও দেখুন

যকৃতেও ফোড়া হয়

যকৃতেও ফোড়া হয়শরীরের অন্য জায়গার মতো যকৃতেও ফোড়া হয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলে লিভার অ্যাবসেস। ব্যাকটেরিয়া বা পরজীবীর সংক্রমণে যকৃতের কোনো একটি এলাকা আক্রান্ত হয়ে সেখানে যদি পুঁজ জমে, তবেই তাকে অ্যাবসেস বলা হয়। আর আশ্চর্য হলেও সত্যি যে দুনিয়াজুড়ে এই যকৃতের ফোড়ার অন্যতম কারণ হলো পরজীবী বা কৃমি... আরও দেখুন

যদি দূর করতে চাই মাথাব্যথা

সপ্তাহে এক দিনই হোক কিংবা মাস দুয়েকে এক বারই হোক, মাথা ব্যথা সবসময়ই কষ্টের। আর মাথা ব্যথাই কোন বিশেষ দিনের সব প্ল্যান ভেস্তে দেয়ার জন্য যথেষ্ট। পৃথিবীর অনেক মানুষই প্রতিদিন বা আকস্মিক মাথা ব্যথায় ভুগে থাকেন। কিছু পদ্ধতি অবলম্বন করলে মাথা ব্যথাকে কাবুতে আনা সম্ভব। এমনই কিছু পন্থা নিম্নে তুলে ধরা... আরও দেখুন

হিপ এবং থাই কমানোর ব্যায়াম

  বেশির ভাগ সময়ই হিপ এবং থাই এর আকৃতি শরীরের তুলনায় অস্বাভাবিক হওয়ার কারণে পোষাক নির্বাচনের ক্ষেত্রে অনেক বেগ পেতে হয়। অনেককেই পছন্দের শর্ট কামিজ, জিন্স কিংবা স্কার্ট মনের দু:খে বাদ দিয়ে দিতে হয়। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করেওঅনেকে আশানুরূপ ফল পান না। আসলে আমাদের দৈনন্দিন কর্মকান্ডে হিপ এবং... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')