home top banner

Health Tip

সন্তানকে পিতামাতার শেখানো উচিত এমন ২০ টি বিষয়ঃ
21 June,13
View in English
Tagged In:  child attitude  child mentality  

children attitude১. খেলাধুলা করবে 

কেননা এটা শেখাবে কিভাবে সম্মানের সাথে জেতা যায়, শোভন ভাবে হারা যায়, ঊর্ধ্বতনকে সম্মান করা যায়, অন্যদের সাথে কাজ করা যায়, সময়ানুবর্তী হওয়া যায় এবং সমস্যা মুক্ত থাকা যায়। এবং এমনকি হয়তোবা ছুঁড়ে দেয়া ও লুফে নেয়া।

২. ভুল ধরার চেয়ে নমনীয় হবে কেননা তোমাকে তা ধৈর্যশীল করবে

৩. নবীন বয়সে অর্থ সঞ্চয়
করবে কারণ পরবর্তীতে কোন একদিন তা দরকার পরতে পারে।
 
৪. ডিস ওয়াশার, ওভেন, ওয়াসিং মেশিন, আয়রন, ভ্যাকুয়াম, মপ এবং ঝাড়ু সম্পর্কে আমার কাছ থেকে জেনে নাও। এরপর এগুলির ব্যবহার করতে শেখ।

৫. প্রার্থনা কর
 তাতে আধ্যাত্মিক ভাবে শক্তিমান হবে
 
৬. কখনও শক্তি প্রদর্শন করতে যেওনা এবং মারামারি শুরু করোনা, কিন্তু কোন বোকা যদি তোমাকে আঘাত করে তবে নিজেকে রক্ষা করো।
 
৭. সঠিক দিকে খেয়াল করে প্রস্রাব করবে। তুমি জানো কাউকে না কাউকে তা পরিস্কার করতে হয়।
 
৮. তোমার শিক্ষা এবং জ্ঞান এমন জিনিষ যা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
 
৯. তোমার সাথীর সাথে ভাল আচরণ করবে। দীর্ঘ সময় একা থাকা যায় কিন্তু তোমাকে অন্তর থেকে ঘৃণা করে এমন কারো সাথে অল্প সময় থাকাও কষ্টকর।
 
১০. তোমার অবয়বে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবে।

১১. শক্ত সমর্থ
এবং একই সাথে বিনয়ী হবে

১২. তুমি যা করতে পার
তার সবই একটি মেয়ে করতে পারে। এমনটি হতে পারে সে একটি সফল ক্যারিয়ারের অধিকারী এবং অন্যদিকে তুমি রাত তিনটার সময় ডায়াপার পরিবর্তন করছ। পারস্পরিক সম্মানবোধ সুসম্পর্কের চাবিকাঠি।
 
১৩. "Yes ma'am" এবং “yes sir” বলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়।

১৪. কেউ যদি বলে
এটা তাদের “ব্যাক্তিগত বিষয়” তবে বুঝতে হবে সেটা তাদের একান্তই “ব্যক্তিগত”।  সবার সামনে তা কখনও প্রকাশ করো না।

১৫. বন্ধুদের পাল্লায়
পরা একটি ভয়াবহ বিষয়। একজন ভাল দলনেতা হও তবেই অন্যেরা তোমাকে অনুসরণ করবে।
 
১৬. কোন কারণ ছাড়াই বান্ধবীর জন্য ফুল নিয়ে আসা সব সময়েই একটি ভাল আইডিয়া।
 
১৭. যৌন সম্পর্কের ক্ষেত্রে নিজেকে স্বাভাবিক রাখবে, সুতরাং তারথেকে এমন কিছু হরণ করবে না যা তুমি ফিরিয়ে দিতে পারবে না।
 
১৮. রসবোধ সুস্থ্যতার প্রক্রিয়াকে অনেক দূর এগিয়ে নেয়।
 
১৯. তোমার জীবনসঙ্গী খুব বিচক্ষণতার সাথে বেছে নেবে। তোমার সাথে এবং আমার নাতীদের সাথে জীবনযাপনের যোগসূত্র হল আমার ছেলের বউ।

২০. তোমার মা এবং বাবার
সাথে যোগাযোগ রাখতে ভুলো না কারণ আমরা হয়ত তোমাকে ‘মিস’ করতে পারি।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Beauty tips for oily skin
Previous Health Tips: How to Regain Your Figure Post-Pregnancy

More in Health Tip

What is Social Phobia (Social Anxiety Disorder)

Social phobia is a strong fear of being judged by others and of being embarrassed. This fear can be so strong that it gets in the way of going to work or school or doing other everyday things. Everyone has felt anxious or embarrassed at one time or another. For example, meeting new people or... See details

দাম্পত্য সম্পর্ক ফাটলের ৭ লক্ষণ

আপনার সুখী দাম্পত্য-জীবনে সমস্যা আষ্টেপৃষ্ঠে চেপে ধরেছে কিনা সেটা কিভাবে বুঝবেন? কিংবা কখন বুঝবেন কোন একটা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়ার সময় উপস্থিত? যে লক্ষণগুলো দাম্পত্য সম্পর্ক ফাটলের নির্দেশ দেয় সেগুলো হচ্ছে: ১) দুজনেই খুঁড়ে খুঁড়ে দুজনের অতীত বের করে আনা। কটুক্তি, অশোভন আচরণ, অশালীন... See details

শিশুর মুখে প্রথম ভাত

শিশুর প্রথম শক্ত খাবার খাওয়ার দিনটিকে মুখে ভাত উৎসব হিসেবে পালন করা হয়। সত্যি বলতে কি একটি শিশুর জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। ছয়মাস বয়স পর্যন্ত মায়ের দুধ শিশুর পূর্ণাঙ্গ পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম, কিন্তুছয়মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি তাকে সম্পূরক খাদ্য দিতে হবে।... See details

Health Bulletin

Balance training seems to prevent falls by elderly Exercise programmes meant to prevent falls in seniors may also help prevent injuries caused by falls, according to a new review published in the British Medical Journal. Fall-related injuries are common among seniors and a major cause of... See details

খাবারে অরুচি?

খাবারে প্রচণ্ড অরুচি, কিছুই মুখে নিতে ইচ্ছে করে না। এমন দিন অনেক সময় আসে। অনেক কারণেই এটা হতে পারে। যকৃতের সমস্যায়, জন্ডিসে রুচি কমবেই। পাকস্থলীর বা অন্ত্রের সমস্যায়, অম্লতায়, সংক্রমণ বা ক্যানসারের কারণে বিশ্রি ধরনের অরুচি হয়। কিডনির রোগীদেরও একই সমস্যা। নানা ধরনের ওষুধে রুচি কমে যেতে পারে।... See details

মুখের কালো দাগের চিকিৎসা

মুখের কালো দাগ বিভিন্ন কারণেই হয়ে থাকে। সাধারণ ভাবে দাগ বলতে আমরা কেবল মেছতাকেই বুঝি। মেছতা ছাড়াও বিভিন্ন ধরণের কালো দাগ মুখে হতে দেখা যায় নানা রোগের কারণে। প্রথমেই মেছতার কথায় আসা যাক_ মেছতা সাধারণ কালো বা বাদামি রঙের দাগ, যা মুখম-লের যে কোনো স্থানেই হতে পারে। মেছতা সাধারণত মেয়েদেরই বেশি হয়ে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')