সম্পর্কের ভাঙাগড়া মানুষের জীবনে সহজাত ঘটনা৷ বিচ্ছেদের পর শুরু হয় নতুন কোনো সম্পর্কের যাত্রা৷ তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে এক গবেষণায় বলা হচ্ছে, বড় ধরনের ভাঙনের পর নারীরা সাধারণত নিজেদের আরও বেশি আকর্ষণীয় ও মোহিনীরূপে উপস্থাপনে মনোযোগী হন৷
যুক্তরাজ্যের অনলাইনভিত্তিক সংবাদপত্র ‘ফিমেলফার্স্ট’ এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে বলা হয়, সম্পর্কের বড় ধরনের ভাঙনের পর নারীরা নিজেদের আগের চেয়ে বেশি আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে প্রায় তিন কেজি ওজন কমিয়ে ফেলেন৷
পরিমিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক প্রতিষ্ঠান ফ্রোজার উদ্যোগে যুক্তরাজ্যের একদল গবেষক এক হাজার মানুষের ওপর জরিপ চালায়৷ এতে অংশগ্রহণকারী ৭৭ শতাংশ নারী সম্পর্ক ভেঙে যাওয়ার পর আগের চেয়ে ওজন কমানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন৷ আবার বিচ্ছেদের পর অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণেও শারীরিক ওজন হারান৷ আইএএনএস৷
সূত্র - প্রথম আলো

