বিত্তশালী মা-বাবার অবাস্তব প্রত্যাশার অতিরিক্ত চাপে শিশুরা মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে। মার্কিন মনোবিজ্ঞানীরা নতুন এক গবেষণার ভিত্তিতে বলছেন, ওই অভিভাবকেরা তাঁদের সন্তানদের এত বেশি চাপের মধ্যে রাখেন যে এতে তাদের মানসিক সমস্যার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক সুনিয়া লুথার বলেন, বছরে দেড় লাখ মার্কিন ডলারের বেশি অর্থ উপার্জনকারী পরিবারের শিশুদের দুশ্চিন্তা ও বিষণ্নতায় আক্রান্ত হওয়ার হার সমবয়সী অন্যদের চেয়ে প্রায় দ্বিগুণ। এ ধরনের পরিবারের সন্তানেরা পরবর্তী সময়ে খাওয়ায় অনিয়ম, ওষুধের অপব্যবহার, স্নায়বিক জটিলতা ও আত্মবিনাশী প্রবণতার মতো সমস্যায় পড়তে পারে। বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নিয়মিত পাঠ্যক্রমবহির্ভূত কাজে তাদের সাফল্যের ব্যাপারে অতিরিক্ত প্রত্যাশাই এসব নেতিবাচক সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।
জার্নাল অব ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি ও সাইকোলজি টুডে সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টেলিগ্রাফ।
সূত্র - প্রথম আলো

