গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত ব্যায়ামে মিলবে সুফল
২৫ অক্টোবর, ১৩
Viewed#: 73
গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত ব্যায়ামে গর্ভের সন্তানের স্বাস্থ্যগত উন্নতি ঘটায় বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির একদল গবেষক। একেবারেই নতুন তথ্য উপস্থাপন করে এই গবেষক দল গর্ভবতী মহিলা ও অনাগত সন্তানের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে চমকপ্রদ ধারণা দিল।
তবে প্রাথমিক পর্যায়ের এই গবেষণা শেষে এখনই গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত শারীরিক কসরতের জন্য গর্ভবতীদের পরামর্শ দেবেন না তার। এ বিষয়ে আরো গবেষণা চলছে।
প্রাথমিক গবেষণালব্দ ফলাফল ইতিবাচক বলেই মেইল অনলাইনকে জানিয়েছেন তারা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ড. শেন এবং জার্মানির গবেষক ড. থমাস এই উপাত্ত নিশ্চিত করেছেন।
একজন সুস্থ গর্ভবতী মা সুস্থ সন্তান প্রসব করতে পারেন এই অভিমত দিয়ে তারা বলেন, গর্ভাবস্থায় নিয়ন্ত্রিত ব্যায়াম গর্ভের সন্তান এবং গর্ভবতী মায়ের ভবিষ্যত স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনে।
সূত্র - বাংলাদেশ প্রতিদিন