
ভারতের মুম্বাই শহর ও আশপাশের এলাকায় সন্তানসম্ভবা ৬০০ জন নারীর ওপর পরিচালিত এক জরিপে দেখা যায়, তাঁদের ৭৬ শতাংশ হীনম্মন্যতায় ভুগছেন। অনাগত শিশুর প্রতি সবার মনোযোগ থাকায় অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে একধরনের মানসিক দুর্বলতা থাকে এবং তাঁরা একাকিত্ব অনুভব করেন।
এ ছাড়া, জরিপে অংশগ্রহণকারী অন্তঃসত্ত্বা নারীদের ৯৩ শতাংশই মনে করেন, গর্ভধারণের আগে তাঁদের প্রতি স্বামীদের যে রকম প্রত্যাশা ছিল, পরেও তা প্রায় একই রকম থাকে। ইয়ামি মামি সার্ভে নামে নিলসন গ্রুপ পরিচালিত জরিপটির লক্ষ্য ছিল অন্তঃসত্ত্বা নারীদের পছন্দ-অপছন্দ ও বিভিন্ন সমস্যা অনুসন্ধান। এতে দেখা যায়, অন্তঃসত্ত্বা ও নতুন মায়েদের ৮৭ শতাংশের ভাবনা একটা ব্যাপারে অভিন্ন। গর্ভকালীন এবং প্রসব-পরবর্তী সময়ে তাঁরা নিজেদের শারীরিক গঠনের পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন থাকেন। পেটে গর্ভধারণজনিত দাগ নিয়ে নারীরা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন এবং এই হার ৯০ শতাংশ। আর ৫৭ শতাংশ নতুন মা প্রসব পরবর্তীকালে নিজেদের শারীরিক গঠন আকর্ষণীয় রাখতে মনোযোগী হন। আর ত্বকের সৌন্দর্য ধরে রাখতে চান ৫৬ শতাংশ নারী।
নতুন মায়েদের ৫২ শতাংশের বিশ্বাস, পেটে গর্ভধারণজনিত দাগ নিরসনের কোনো উপায় নেই। কিন্তু চিরাচরিত এই ধারণা প্রত্যাখ্যান করে ভারতের স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো বলেন, ত্বক আর্দ্র রেখে এই দাগের প্রতিকার সম্ভব। এ জন্য ভিটামিন ‘ই’ ও ‘সি’ সমৃদ্ধ খাবার এবং বেশি করে পানি পান করা জরুরি। টাইমস অব ইন্ডিয়া।
সূত্র - প্রথম আলো

