ম্যামথকে ফিরিয়ে আনার চেষ্টা
10 October,13
Viewed#: 48
বিলুপ্ত প্রাণী ম্যামথের লোম থেকে প্রায় ৭০ শতাংশ জিনোমের মানচিত্র তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। এবার তাঁরা বিশেষ পদ্ধতি অনুসরণ করে এশীয় হাতি থেকে সংকর লোমশ ম্যামথের অনুরূপ প্রাণী জন্ম দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে বিষয়টি এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়েছে।
বিজ্ঞানীরা নিচের ধাপগুলো অনুসরণ করবেন:
১ ম্যামথের জিনোমের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি
২ লোমশ ম্যামথের জিনোম ও এশীয় হাতির জিনোমের পার্থক্য নিরূপণ। এশীয় হাতি হচ্ছে ম্যামথের সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ জীবন্ত প্রাণী
৩ পরিবর্তিত জিনোমকে এশীয় হাতির জননকোষে স্থাপনের বিষয়টি নিয়ে গবেষণা চলছে
৪ এশীয় হাতির জননকোষে কৃত্রিম নিষিক্তকরণ
৫ জননকোষ পরিণত হবে বর্ধনশীল ভ্রূণে
৬ প্রথম সংকরগুলো দেখতে এশীয় হাতির মতো হলেও ম্যামথের ডিএনএ বহন করবে। পরবর্তী প্রজন্মে ম্যামথের বৈশিষ্ট্য থাকবে
৭ দুটি সংকরের মিশ্রণে জন্ম নেবে লোমশ ম্যামথের অনুরূপ প্রাণী
দুটি সংকর হাতির মিশ্রণ
ম্যামথের অনুরূপ দুটি সংকর হাতি
সুত্র - প্রথম আলো