যুগান্তকারী আবিষ্কারই বটে। আর সেই আবিষ্কারের হাত ধরে বেঙ্গালুরুর ভারতীয় বিজ্ঞানীরা বিজ্ঞানের এক নতুন দরজা খুলে দিলেন বলা যায়।
বিশ্বে প্রথমবারের মতো আমেরিকান সহকর্মীদের সঙ্গে তারা মানবদেহের ৩০টি অঙ্গের ১৭ হাজার প্রোটিন ম্যাপ করলেন। মানুষের শরীরে জিনোম ম্যাপিংয়ের মতোই প্রোটিন ম্যাপিংয়ের মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে গেল জীববিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্র, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।
ইনস্টিটিউট অব বায়োইনফরমেটিক্স, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরোসায়েন্স (নিমহান্স), বেঙ্গালুরু ও হপকিংস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই গবেষণা সফল হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারী ৭২ জন বিজ্ঞানীর মধ্যে ৪৬ জনই ভারতীয়।
প্রসঙ্গত, এখনো পর্যন্ত মানুষের দেহে ২০ হাজার ৫০০ রকমের প্রোটিনের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১৭ হাজার ২৯৪টি প্রোটিনের ম্যাপিং করে ফেললেন বিজ্ঞানীরা। অর্থাৎ ৮৪ শতাংশ প্রোটিনের ম্যাপিংই সম্পূর্ণ। এর সঙ্গেই ২৫০০ থেকে ৩০০০ রকমের প্রোটিনকেও এই বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, যাদের এত দিন ‘মিসিং প্রোটিনস’ হিসাবে ধরা হতো।
সূত্র - natunbarta.com

