সাঁতারের কিছু টিপস
23 October,13
Viewed#: 166
পুকুরে বা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। অথচ একটু সতর্ক হলেই আমরা এ ধরনের অনাকাক্সিত দুঃখ জনক পরিস্থিতি এড়াতে পারি। আমেরিকান একাডেমি অব অর্থোপেডিক সার্জন সাঁতারে আগ্রহীদের নিরাপত্তার জন্য দিয়েছে কিছু টিপস। আসুন আমরা সেগুলো জেনে নিই।
১. সাঁতারের আগে তিন থেকে পাঁচ মিনিট গা গরম করে নিতে হবে খানিকটা দৌড়ঝাঁপ কিংবা হাঁটাহাঁটি করে। এর পর শরীরের মাংসপেশি ধীরে ধীরে টানটান বা স্ট্রেচ করতে হবে। এবং অন্তত ৩০ সেকেন্ড এই টানটান অবস্থা ধরে রাখতে হবে। এরপর পেশি শিথিল করে ফেলবেন। কেন করবেন কারণ এর ফলে অন্যান্য পেশি সাঁতারের জন্য বেশি কাজ করতে পারবে। সাঁতার কাটার সময় হাতে বা গায়ের মাংসপেশিতে টান পড়বে না। সাঁতারের আগে এই গা গরমের অনুশীলন সাঁতারের জন্য ভীষণ উপকারী।
২. ভালোভাবে সাঁতার শিখে নেবেন। কখনো একা সাঁতার কাটতে যাবেন না। সবচেয়ে ভালো হয় এমন জায়গায় সাঁতার কাটতে হবে যেখানে জীবন রক্ষাকারী সব ব্যবস্থা রয়েছে। অদক্ষ সাঁতারুরা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটলেই ভালো হয়।
৩. কখনো প্রচণ্ড ঠাণ্ডা বা মাত্রাতিরিক্ত গরমে অথবা ভীষণ কান্ত অবস্থায় সাঁতার কাটতে নামবেন না।
৪. যারা লাফিয়ে বা ডাইভ দিয়ে পানিতে নামতে ভীষণ ভালোবাসেন তারা অবশ্যই পানির গভীরতা দেখে নেবেন। কারণ অগভীর পানিতে ঘাড় ও পিঠে আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি।
৫. যারা সুইমিংপুলে ডাইভ দিতে পছন্দ করেন তারা অবশ্যই পুলের গভীর পানির অংশে এসে ডাইভ দেবেন এবং ডাইভ দেয়ার আগে পরবর্তী জনকে সতর্ক করে দেবেন তিনি যেন আপনার ভেসে ওঠার আগে ডাইভ না দেন; কারণ সুইমিংপুলের তলানি সিমেন্টের তৈরি। পর পর দু’জন ডাইভ দিলে প্রথমজনের মাথায় বা বুকে আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। অগভীর পানিতে ডাইভ দিলে মাথায় প্রচণ্ড আঘাতে মৃত্যুও হতে পারে।
৬. নদীতে সাঁতার কাটার সময় স্রোতের দিকে খেয়াল রাখবেন। খরস্রোতা বা প্রমত্তা নদীতে সাঁতার কাটতে যাবেন না।
৭. প্রচণ্ড ঝড়ের পর পরই নদীতে বা পুকুরে সাঁতার কাটতে যাওয়া ঠিক নয়। কারণ এ সময় নদীতে স্রোত থাকতে পারে এবং পানির গভীরতা ও স্বচ্ছতাও বদলে যায়।
৮. মদ বা অ্যালকোহল পান করে সাঁতার কাটতে যাবেন না। অনেকে মনে করেন সাঁতারের আগে খানিকটা মদ পান করে নিলে গা গরম হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং দেখা গেছে, অ্যালকোহল সাঁতারের সময় মাংসপেশি নড়া চাড়া করার ক্ষমতা কমিয়ে দেয় এবং দৃষ্টি শক্তিকে ঝাপসা করে ফেলে। এতে করে সাঁতারুর দক্ষতা অনেকটাই কমে যায়। হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটাও বিচিত্র নয়।
৯. সমুদ্রে সাঁতার কাটা নিঃসন্দেহে উপভোগ্য এবং উত্তেজনাকর। তবে সমুদ্রে সাঁতার কাটতে নামার আগে দেখে নেবেন নিরাপত্তা বেষ্টনী দেয়া আছে কি না। দক্ষ সাঁতারু না হলে সমুদ্রে সাঁতার কাটতে না নামাই ভালো। তারপরও যারা নামতে চান তারা অবশ্যই রাবারের টায়ার বা লাইফ জ্যাকেট পরে নামবেন।
১০. সমুদ্রে জোয়ার-ভাটার সময়টা খুব ভালো ভাবে জেনে নেবেন। কারণ সমুদ্রে যখন ভাটা চলে আসে তখন যারা একটু বেশি গভীর সাঁতাররত অবস্থায় থাকেন তাদের ক্ষেত্রে ভাটার টান উপেক্ষা করে তীরে আসা ভীষণ কঠিন। ফলে অনেকরই গভীর সমুদ্রে নিখোঁজ হওয়ার সম্ভাবনা থাকে।
সূত্র -দৈনিক নয়া দিগন্ত