
যখন কোনো মানুষের রক্তের ইওসিনেফিল-এর পরিমাণ বাড়তে থাকে তখন এমনিতেই ঠাণ্ডা, হাঁচি, সর্দি লেগে যায়। এক পর্যায়ে নাকের ভেতরের মাংস ও টনসিল বৃদ্ধি হয় এবং সব শৈ্লষ্মিক ঝিলি্লগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। নাকের মাঝে ও কপালের চামড়ার নিচে আটটি কুটুরি/স্তর থাকে। এ কুটুরিগুলোকে বলা হয় সাইনাস। Cold Alargy- র কারণে এ সাইনাসগুলোতে প্রদাহের সৃষ্টি ও ইনফেকশন হয়। এ প্রদাহ ও ইনফেক-শনজনিত সমস্যাকে সাইনোসাইটিস বলে। ইনফেকশন, নাকের ভিতর ঝিলি্লর প্রদাহ, নাকের মাংস বাড়া, ব্যাকটেরিয়াজনিত কারণে এটি হতে পারে। এক্ষেত্রে প্যাথলজিতে P.N.S..এঙ্-রে করে Sinus এর অবস্থান জানা যায়। বেশির ভাগ রোগীকেই দেখা যায় যারা সাইনাসে ভোগেন তাদের নাকের ভিতর মাংস বৃদ্ধি হয়ে থাকে। সেক্ষেত্রে প্রলেপের চিকিৎসা দিয়ে নাকের দুটি ছিদ্র ব্লক অবস্থান থেকে ফ্রি করে Sinusitis- -এর চিকিৎসা শুরু করা ভালো।
সুত্র - বাংলাদেশ প্রতিদিন

