এক কাপ কফিই বাড়াবে আপনার কর্মদক্ষতা!
09 July,14
Viewed#: 36

কোনো কাজে যখন আমরা একান্তভাবে নিবিষ্ট হয়ে থাকি তখন আমাদের শরীর থেকে ক্যালোরি খরচ হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। অতিরিক্ত ক্যালোরি খরচ হয়ে যাওয়ার ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তখন আর মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে না। কফিতে উপস্থিত ক্যাফেইন তৎক্ষণাৎ মস্তিষ্ককে সতেজ করে তোলে। আসুন জেনে নিই কাজের আগে এক কাপ কফি কাজের ক্ষেত্রে আমাদের কী ধরনের সুবিধা দিয়ে থাকে।
১. রক্ত চলাচল স্বাভাবিক করে :
শারীরিক বা মানসিক পরিশ্রম আমাদের শরীরের রক্ত চলাচল কিছুটা শিথিল করে তোলে। জাপানী গবেষকরা বলেন কফি এই রক্ত চলাচলকে স্বাভাবিক করে তোলে, শরীরের ছোট ছোট রক্ত ধমনীগুলো কাজ করতে শুরু করে। রক্ত চলাচল স্বাভাবিক হলে ব্রেনেও রক্ত চলাচল স্বাভাবিকভাবে হতে থাকে। ফলে কাজ করার অ্যানার্জী পাওয়া যায়।
২. ব্যথা নিরসন করে :
কফি যে কোনো ধরনের ব্যথা নিরসন করে ফেলে। বিশেষ করে মাথা ব্যথা নিরসন করে। কেননা কফিতে থাকা ক্যাফেইন শরীরে কাজ করতে থাকে ফলে যেকোনো ধরনের ব্যথা খুব দ্রুত নির্মূল হয়ে যায়। এর ফলেও কাজে অ্যানার্জী পাওয়া যায়।
৩. স্মৃতিশক্তি বাড়িয়ে দেয় :
অনেক সময় আমরা অতিরিক্ত কাজ করার ফলে ব্রেন আর কাজ করতে চায় না। তখন ব্রেনের একটু বিশ্রামের প্রয়োজন হয়। এক্ষেত্রে এক কাপ কফি কার্যকর ভূমিকা রাখতে পারে। কেননা কফিতে থাকা ক্যাফেইন ব্রেনকে জাগিয়ে রাখতে সহায়তা করে, সতেজ করে তোলে এবং স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। ফলে কাজের এনার্জি বাড়িয়ে দেয়।
৪. পেশী সংরক্ষণ :
এক কাপ কফি শরীরের বিভিন্ন পেশী সংরক্ষণ করে থাকে, কার্যকারিতা বাড়িয়ে তোলে। এর ফলে কাজের ক্ষমতাও বেড়ে যায়।
সূত্র - ওয়েবসাইট