অফিসে মিটিং চলছে বা কোন দাওয়াতে সবাই মিলে খাবার খাওয়ার সময় তুললেন এক বিরাট হাই। আশপাশে কে কি ভাবলো, সেটা নিয়ে কয়েকটা সেকেন্ড ব্যস্ত রাখলেন মাথাকে। হাই তুলবেন, তাতেও লজ্জা! এটাতো আমাদের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াগুলোর একটি। বরং, এখন থেকে হাই পেলে সগর্বে হাই তুলুন। কারণ, নতুন এক গবেষণায় দেখা গেছে, হাই আপনার মস্তিষ্ককে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। ঋতু পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয়। সেই সঙ্গে হাই তোলার সংখ্যাও পরিবর্তিত হয়। স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের মনোবিদ অ্যান্ড্রু গ্যালাপ বলছিলেন, হাই তোলা মস্তিষ্কের তাপমাত্রায় ভারসাম্য আনে। অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ভিয়েনাতেও গবেষণা পরিচালিত হয় হাই তোলার ওপর। শীত ও গ্রীষ্ম দুই ঋতুতেই চলে এ গবেষণা। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে পরিচালিত অপর এক গবেষণার সঙ্গে এর তুলনামূলক বিশ্লেষণ করা হলো। দেখা গেলো, ভিয়েনায় শীতকালের তুলনায় গ্রীষ্মকালে মানুষ বেশি হাই তোলে। অন্যদিকে, অ্যারিজোনায় গ্রীষ্মকালের চেয়ে মানুষ শীতকালে বেশি হাই তোলে। জলবায়ুভেদে হাই তোলার সংখ্যায় এ তারতম্য পরিলক্ষিত হয়।
সূত্র - দৈনিক মানবজমিন

