ফেসবুক আসক্তির নানা নেতিবাচক প্রভাবের কথা বিভিন্ন গবেষণায় উন্মোচিত হচ্ছে। এবার নতুন একটি দিকের কথা বলছেন গবেষকেরা। ফেসবুকে অধিক সময় ব্যয়ে তরুণীদের মধ্যে নিজেদের শরীর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন দাবি করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে আজ শনিবার এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
ওই গবেষকেরা ৮৮১ জন কলেজপড়ুয়া তরুণীর ওপর এক জরিপ করেন। জরিপে তরুণীদের ফেসবুক ব্যবহার, খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং নিজেদের শরীর সম্পর্কে অভিমত যাচাই করা হয়েছে।
গবেষণার ফলাফলের ভিত্তিতে গবেষকদের দাবি, সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুকে অধিক সময় কাটান এমন তরুণীরা অন্য বন্ধুদের সঙ্গে নিজেদের শরীরের তুলনা করেন। এতে নিজেদের শরীর সম্পর্কে তাঁদের মধ্যে নেতিবাচক অনুভূতি তৈরি হয়।
গবেষকেরা আরও জানিয়েছেন, যেসব তরুণী তাঁদের ওজন কমাতে চান, তাঁরা ফেসবুকে বেশি সময় কাটান। ফেসবুকে বেশি সময় কাটানোর ফলে ওই তরুণীদের মধ্যে পোশাক-আশাকের বিষয়েও আগ্রহ সৃষ্টি হয়েছে।
সূত্র - প্রথম আলো

