‘কিডনিরও বয়স বাড়ে ঠিক আপনার মতো, কিডনির যত্ন নিন’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে পালিত হচ্ছে কিডনি দিবস। দেশে কিডনি বিকল হওয়া মানুষ প্রায় ৪০ হাজার। এর বিপরীতে মাত্র ১০টি হাসপাতালে আছে ডায়ালিসিস করার সুবিধা।
দেশে মাত্র সাতটি সরকারি এবং তিনটি বেসরকারি মেডিকেল কলেজে আছে কিডনি ডায়ালিসিসের সুবিধা। এর বিপরীতে কিডনি রোগে আক্রান্ত প্রায় দুই কোটি মানুষ। এর মধ্যে কিডনি বিকল প্রায় ৩৫ হাজার জনের, বাঁচতে হলে নিয়মিত করতে হবে ডায়ালিসিস।
কিডনি বিকল হওয়া রোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। ৪০ বছরের বেশি বয়সী এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে এমন ব্যক্তিদের দিচ্ছেন নিয়মিত কিডনি পরীক্ষা করানোর পরামর্শ।
এছাড়া সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়াম করার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।
সূত্র - natunbarta.com

