বদলের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে মানুষের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হচ্ছে। চর্বি জাতীয় বা ফাস্ট ফুডের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে মানুষের শরীরে প্রচুর পরিমাণে মেদ বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার গবেষণা সংস্থা থিঙ্ক ট্যাঙ্ক এর বরাত দিয়ে বিবিসির অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল দেশে স্থূলকায় রোগীর সংখ্যা আগের চেয়ে চার গুণ বেড়েছে। এর পরিমাণ প্রায় এক বিলিয়নে গিয়ে ঠেকেছে।
বর্তমানে সারা বিশ্বে প্রতি তিন জনে একজন স্থূলকায় রোগে আক্রান্ত। কিন্তু যুক্তরাজ্যে শতকরা ৬৪ ভাগ লোক এ রোগে আক্রান্ত।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত হারে শরীরের ওজন ও মেদ বৃদ্ধি পেলে হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গবেষক স্টিভ উইগিংস জানিয়েছেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি, চর্বি জাতীয় খাবার ও ফাস্ট ফুডের সহজ লভ্যতার কারণে এ রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে।
একটি জরিপে দেখা গেছে, ১৯৮০ সাল থেকে ২০০৮ সালের মধ্যে স্থূলকায় রোগীর সংখ্যা শতকরা ২৩ ভাগ থেকে ৩৪ ভাগে পৌঁছেছে।
১৯৮০ সালে উন্নয়নশীল বিশ্বে এ রোগীর সংখ্যা ছিল ২৫০ মিলিয়ন। বর্তমানে এ সংখ্যা ৯০৪ মিলিয়নে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু উন্নত দেশে বর্তমানে স্থূলকায় রোগীর সংখ্যা ৫৫৭ মিলিয়ন।
অ্যালান ডেঙ্গার বলেছেন, ‘দ্রুত এ সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির ওপর চাপ পড়বে। প্রতিটি দেশের সরকার প্রধানের এ সমস্যা মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখা উচিত।’
সূত্র - dhakatimes24.com

