জনস্বাস্থ্য কার্যকরী অন্তর্রাষ্ট্রীয় সংগঠন জানিয়েছেন তামাকের মতো ফুড ইন্ডাস্ট্রিকেও নিয়ন্ত্রণ করা উচিত৷ কারণ বিশ্বে সিগারেটের চেয়েও অতিরিক্ত ক্ষতিকর হল স্থূলতা৷ কনজিউমার্স ইন্টারন্যাশনাল ও ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন তাদের রিপোর্টে স্থূলতা বৃদ্ধিকারী খাদ্যের উপর লাগাম লাগানোর জন্য কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে৷ তাদের বক্তব্য সিগারেটের প্যাকেটের মতো খাবারের প্যাকেটেও স্থূলতার কারণে শরীরে কি ক্ষতি হতে পারে তা লেখা উচিত৷ কিন্তু ফুড ও ড্রিঙ্ক ইন্ডাস্ট্রির বক্তব্য তারা আগেই এই উপায়কে...

