বর্তমানে বিশ্বে অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যা লিভারের রোগ গুলো, যার অন্যতম ভাইরাল হেপাটাইটিস। বেশ কিছু ভাইরাস লিভারে হেপাটাইটিস করলেও হেপাটাইটিস 'বি' ও 'সি' এদের মধ্যে বিশেষ প্রণিধান যোগ্য। কারণ এ দুটি ভাইরাস লিভারে স্থায়ী ভাবে প্রদাহ করে, যাকে আমরা বলি ক্রনিক হেপাটাইটিস। আর ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত অনেক রোগীই লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগে ভুগতে পারেন।
বর্তমানে বিশ্বে প্রতি ১২ জনে ১ জন হেপাটাইটিস বি বা সি-তে আক্রান্ত।আমাদের ফাউন্ডেশনের পরিচালিত জরিপ অনুযায়ী এদেশে এ দুটি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটিরও বেশি। অথচ আমাদের দেশে ভাইরাল হেপাটাইটিস সম্বন্ধে জনসচেতনতা খুবই কম আর লিভার বিশেষজ্ঞের অভাব তার চেয়েও বেশি। এ বাস্তবতাকে মাথায় নিয়েই ভাইরাল হেপাটাইটিস ফাউন্ডেশনের পথ চলা শুরু।
ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে আছেন লিভার বিশেষজ্ঞ, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা, সমাজ সেবক সহ সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত সচেতন ব্যক্তি।প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশন এদেশে লিভার রোগের চিকিৎসা ও গবেষণার প্রসারে অবদান রাখার চেষ্টা করে আসছে।
ভাইরাল হেপাটাইটিস সহ লিভারের নানা রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যধানম-ির নতুন ১৪৭ নাম্বার সড়কের ফারাবী জেনারেল হাসপাতালে প্রতি শুক্রবার ফাউন্ডেশনের উদ্যোগে সকালে একটি লিভার আউটডোর পরিচালিত হচ্ছে। দেশের বিশিষ্ট লিভার বিশেষজ্ঞরা এখানে লিভার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
পাশাপাশি হেপাটাইটিস ভাইরাস ও লিভার রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রচার ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফাউন্ডেশনের সদস্যরা নিয়মিত দেশের বিভিন্ন পত্রিকায় লিখে থাকেন। প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবসে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয় র্যালি, গোল টেবিল বৈঠক ও আলোচনা সভা। দেশের নীতি নির্ধারক ও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ নিয়মিত এসব কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা ও এর আশপাশে একাধিক হেপাটাইটিস বি ও সি স্ক্রিনিং ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের এসব কাজে রোশ বাংলাদেশ লিমিটেড সাহায্যের হাত প্রসারিত করে তাদের সামাজিক দায়িত্ব পালন করে আসছে।
একই ভাবে লিভারের চিকিৎসা ও গবেষণার প্রসারেও ফাউন্ডেশন ভূমিকা রাখছে।ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত প্রকাশিত হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ হেপাটোলজি নামে একটি ইন্ডেক্সড জার্নাল যা এ উপমহাদেশ থেকে প্রকাশিত লিভারডিজিজ বিষয়ক প্রথম জার্নাল। এ জার্নালের প্রায় ৭০ শতাংশ আর্টিকেলই দেশের বাইরে থেকে জমা পড়েছে। প্রতি বছর বিশ্ব হেপাটাইটিস দিবসে ও এমনকি বছরের অন্যান্য সময়েও ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারের। জাপান, কিউবা, সিঙ্গাপুর ও ভারতের বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ ও সার্জনরা বিভিন্ন সাময়ে ফাউন্ডেশনের আমন্ত্রণে ঢাকায় এসে এসব সেমিনারে বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করেছেন।
ভাইরাল হেপাটাইটিস ফাউন্ডেশন বাংলাদেশের আরেকটি প্রধান কার্যক্রম হচ্ছে হেপাটাইটিস বি রোগের চিকিৎসায় মৌলিক অবদান রাখা। ফাউন্ডেশনের বিশেষজ্ঞদের পরিচালিত ৪টি ক্লিনিক্যাল ট্রায়াল এরই মধ্যে বিশ্বের একাধিক শীর্ষ মেডিকেল জার্নাল এবং এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ও ইউরোপীয় লিভার মিটিংয়ে প্রকাশিত ও উপস্থাপিত হয়েছে। ইউকে, জাপান ও কানাডার একাধিক ইন্সটিটিউটের সঙ্গে বর্তমানে ফাউন্ডেশনের সক্রিয় রিসার্চ কোলাবরেশন রয়েছে।
এদেশে লিভার রোগের চিকিৎসা ও গবেষণা এবং পাশাপাশি লিভার রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভাইরাল হেপাটাইটিস ফাউন্ডেশন বাংলাদেশ তার সীমিত সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। এসব কর্মকা-ের মাধ্যমে এদেশে লিভার রোগের বোঝা কমবে আর পৃথিবীর লিভার মানচিত্রে বাংলাদেশের নাম জ্বলজ্বলে অক্ষরে লেখা থাকবে এটাই ফাউন্ডেশনের সব সদস্যের প্রত্যাশা।
সূত্র - যায়যায়দিন

