লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তার মধ্যে জন্ডিস একটি মারাত্দক রোগ। এর অপর নাম কামলা, ন্যাবা। যকৃতের পিত্ত নিঃসরণ ক্রিয়ার স্বল্পতা অথবা অবরুদ্ধতাবশত রক্তসহ পিত্ত মিশ্রিত হয়ে শারীরিক রক্ত সঞ্চালিত হয়ে চর্ম, চোখের শ্বেত বর্ণ স্থান, মূত্র পীত বর্ণ হলে তাকে জন্ডিস বলে। জন্ডিস নিজে কোনো রোগ নয়, যকৃতের নানা ধরনের রোগের উপসর্গ মাত্র। লিভারস্থিত পিত্তস্থলী হতে নিঃসৃত পিত্ত কোনো কারণে যথারীতি বের হয়ে অন্ত্রে প্রবেশ করতে না পেরে যখন রক্তে মিশ্রিত হয় তখন চোখ, মুখ, হাত, পা, শরীর হরিদ্রা বর্ণের হয়।

