দাদ কি?
১৮ সেপ্টেম্বর, ১৩
বিষয়টি বাংলাতে পড়ুন
Viewed#: 496
চামড়ার উপরে ছত্রাকজনিত সাধারণ সংক্রমণকে ring worm বলা হয়। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় ‘Dermatophytosis’। এ ধরণের সংক্রমণকে রিং ওয়র্ম বলা হয় একারণে যে চামড়ার উপরে গোলাকৃতি আকারে এটা দৃশ্যমান হয়। বিভিন্ন পোষা প্রাণী, যেমন কুকুর বা বিড়াল, মানবদেহে এ রোগের সংক্রমণের একটা উৎস হতে পারে। যদিও শিশুদের মধ্যে এ রোগ বেশী দেখা যায়, তবে যে কেউই এতে আক্রান্ত হতে পারেন।
রিং ওয়ার্মে আক্রান্তের সাধারণ কারণ সমূহ
চামড়াতে কাটা বা আঁচড়ের মাধ্যমে
শরীরের ভেজা অংশ যেখানে সবসময়েই ঘাম হয়ে থাকে সেখানে সংক্রমণ ঘটে
অপরিস্কার কাপড়চোপড় ব্যবহার এবং সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত চিরুনি ব্যবহার
সুইমিং পুল
পোষা প্রাণী
রিং ওয়ার্মের গৃহ চিকিৎসা
টিপ ১:
আক্রান্ত স্থানে সদ্য কাটা পেঁপের টুকরা ঘষে দিন
টিপ ২:
সরিষার তেলবীজ চূর্ণ করে নিন। এর সাথে অল্প পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ভাল না হওয়া পর্যন্ত আক্রান্ত স্থানে ব্যবহার করতে থাকুন।
টিপ ৩:
পুদিনা পাতার (Holy basil) রস করে আক্রান্ত স্থানে দিনে ২-৩ বার প্রয়োগ করুন।