গরম ও বৃষ্টির এই দিনগুলোতে প্রকৃতিতে পোকামাকড় ও মশার উৎপাত গেছে বেড়ে। পোকার কামড়ে শিশুদের প্যাপুলার আর্টিকেরিয়া হতে পারে। এতে দেহের অনাবৃত জায়গায়, যেমন: হাত-পায়ে লাল লাল দানা হয়, বেশ চুলকায় এবং পরে শুকিয়ে গেলে কালো দাগ রয়ে যায়। শিশুরা চুলকাতে গিয়ে অনেক সময় নখের আঁচড়ে রক্তপাত করে ও সংক্রমণ হয়। যেসব শিশু অন্যান্য অ্যালার্জিতে ভোগে অর্থাৎ এটপিক রয়েছে, যেমন: প্রায়ই হাঁপানি, নাক দিয়ে পানি পড়া, সর্দি হয়, তাদের এই আর্টিকেরিয়ার প্রকোপ বেশি। আর্টিকেরিয়ার চিকিৎসায় প্রতিরোধের...

