আমাদের প্রায় সবাই কোন না কোন সময় দেহের বিভিন্ন স্থানে হঠাৎ হঠাৎ কিছুদুর্বোধ্য ব্যাথা অনুভব করি।
কখনো কখনো ব্যাথা বেশ দীর্ঘ সময় ধরে চলতে থাকে। অনেকেই এগুলোকে ‘ও কিছুনয়’ বলে তুচ্ছ করে উড়িয়ে
দেই। ব্যাথা যেমনিভাবে হঠাৎ অনুভূত হয়েছিল, তেমনি হঠাৎ ই চলে যায়। এর কোন ব্যবখ্যা অনেক সময় পাওয়া যায়
না।
দেহের এই অস্বস্তিকর ব্যাথা দীর্ঘদিন ধরে অনুভূত হওয়াটা বড় ধরনের কোন সমস্যার ইঙ্গিত বহন করে। এরকম
ক্ষেত্রে যদি আমরা এসব সতর্ক সংকেতগুলোকে উপেক্ষা করি, তাহলে ভবিষ্যতে ভয়ানক বিপদের আশংকা থেকে
যায়।
শুধুআমরাই নই, কখনো কখনো ডাক্তারগনও এগুলোকে তেমন আমলে নেন না। যতক্ষন না দৃষ্টিগ্রাহ্য কোন
সমস্যায় রুপান্তরিত না হয় কিংবা জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে না পৌঁছায়।
এরকম ১০ ধরনের ব্যাথা নিয়ে আমাদের ধারাবাহিক পর্বের প্রথমে থাকছে চোয়ালের ব্যাথা যা বুকে ব্যাথার চাইতেও
বেশি কিছু।
বুকে ব্যাথা সাধারনত হৃদরোগের দিকেই অঙ্গুলি নির্দেশ করে। তবে শুধুবুকে ব্যাথাই একমাত্র লক্ষণ নয়। ধরুন
আপনি কোন গ্রীষ্মের গরম দিনে বাগানে কাজ করছেন। ঘাম ঝরছে দরদর করে। হঠাৎ ‘উহ’ করে উঠলেন এবং
আপনার চোয়ালে ব্যাথা অনুভব করতে লাগলেন। আপনার পরিবারের লোকজন আপনার সম্পর্কে জানেন। তারা
এসে দেখলো আপনার বুকে নয় ব্যাথা চোয়ালে। হয়তো তারা মনে করল এতে ঘাবড়ানোর কিছুনেই। এটা ঘুমের
মধ্যেও হতে পারে, দাঁতে দাঁত লেগে যেতে পারে।
আসলে ধরনের চোয়াল ব্যাথাও হার্টের কোন সমস্যা নির্দেশ করতে পারে। হয়তো এটা হার্ট এটাকের পূর্ব লক্ষন
বা হার্ট এটাকের পরও এটা হতে পারে। হার্ট এটাকের লক্ষণসমূহের মধ্যে ব্যাথা শুধুবুকে না থেকে আস্তে আস্তে তা
বাহু, কাধ, পেট, গলা, নিচের চোয়াল ইত্যাদিতে ছড়িয়ে পড়তে পারে। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার হঠাৎ ওঠা
ব্যাথা বাহুকিংবা চোয়াল এরিয়াতে ছড়িয়ে পড়ছে বিশেষত আপনি যদি হার্টের সমস্যার ঝুঁকিতে থাকেন তাহলে দেরী
না করে যা করতে ছিলেন তাৎক্ষনিকভাবে তা বাদ দিন।
আশেপাশের কাউকে ডাকার চেষ্টা করুন যাতে দ্রুত আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।
(পরের পর্বে দেখুন লোয়ার-ব্যাক পেইন )
ডিসকভারি ফিট এন্ড হেলথ থেকে হেলথ প্রায়র ২১।

