রমজানে স্বাস্থ্য সম্মত খাবার মেন্যুতৈরি করা খুবই জরুরী যেন অনেকক্ষণ না খেয়ে থাকার কারণে
শরীরের কোন ক্ষতি না হয়। রমজানের খাবার মেন্যু এমন ভাবে তৈরি করতে হবে যাতে আপনি
এবং আপনার পরিবার সেহরি এবং ইফতারের খাবারেই সব রকমের পুষ্টি পান।
পরিমাণ মত জুস, পানি এবং ২ থেকে ৪ টা খেজুর প্রতি বেলার সেহরি এবং ইফতারে রাখুন।
নিম্নের রমজানের খাবারের একটি প্ল্যান দেয়া হল। প্রতিদিন প্ল্যান অনুযায়ী ইফতার এবং সেহরির
খাবার পরিবর্তন করুন।
সেহরি - দুধ জাত খাবার, এক বাটি পরিজ এবং সাথে দুধ। একটি মাঝারি সাইজের পাউরুটির টোস্ট। অল্প
কিছুলবণ ছাড়া বাদাম।
ইফতার - সেঁকা রুটি, কম মসলায় রান্না মুরগী, সালাদ এবং অল্প চিনি দিয়ে তৈরি কোন মিষ্টি
সেহরি - গমের তৈরি সেরিয়াল সাথে দুধ, ময়দা এবং ডিম দিয়ে তৈরি চপ অথবা বড়া, সাথে একটি
আপেল অথবা কলা।
ইফতার - অল্প সিদ্ধ ভাতের সাথে মুরগির মাংস, সবজি এবং মিক্সড সালাদ।এর সাথে রাখুন ফ্রুট সালাদ।
সেহরি -এক বাটি দানাদার গম অথবা এক বাটি ওটের সাথে বাদাম, কিসমিস এবং টুকরো করে কাটা তাজা
ফল। সাথে একটি নাশপাতি অথবা কমলা।
ইফতার - বেক করা মাছ এবং সাথে বেক করা সবজি, সাথে মাছ দিয়ে তৈরি কোন তরকারি। খাওয়ার পর
মিষ্টি জাতীয় কোন ডেজারট যেমন একটি জিলাপি।
সেহরি - পনির, এক টেবিল চামচ জ্যাম সাথে কিছুক্র্যাকারস অথবা টোস্ট, এবং কিছুশুকনো ফল।
ইফতার - সবজি, মুরগী অথবা মাছ দিয়ে তৈরি পাস্তা বা নুডলস, সাথে এক টুকরো প্লেন কেক এবং অল্প
চিনি দিয়ে তৈরি কাস্টারড।
সূত্র - NHS choices

