ডার্ক সার্কল কমানোর ৭টি সহজ উপায়
04 July,13
Viewed#: 736
আয়নার সামনে যখনই দাঁড়ান তখনই চোখ আটকে যায় চোখের তলার ডার্ক সার্কেলে? স্কিল যতই গ্লো করুক না কেন এই ডার্ক সার্কেলের জন্যে আপনার পুরো সৌন্দর্যটাই মাটি হয়ে যাচ্ছে? এই দুটি প্রশ্নের উত্তর যদি সম্মতিসূচক হয়, এবং এর সঙ্গে যুক্ত হয় আরও একটা সমস্যা-- সালঁতে যাওয়ার সময়ের অভাব, তাহলে ট্রাই করে দেখতে পারেন কয়েকটি ঘরোয়া উপায়। নিয়মিত মেনে চলতে পারলে, খুব তাড়াতাড়িই মুক্তি পাবেন বিচ্ছিরি এই ডার্ক সার্কেলের হাত থেকে।

পদ্ধতি ১
কাঁচা আলু গ্রেট করে নিন। এর থেকে রস বের করে নিন। আলুর রসে তুলো ভিজিয়ে চোখের ওপর ১০ মিনিট মতো লাগিয়ে রাখুন। ১০ মিনিট পরে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে অন্তত একবার লাগান।
পদ্ধতি ২
টোম্যাটো ও লেবুর রস মিশিয়ে দিনে অন্তত দু'বার লাগান। পাঁচ মিনিট লাগিয়ে রাখলেই হবে। সকালে ঘুম থেকে উঠে চা বানাতে বানাতেই তো লাগিয়ে নিতে পারেন। আর রাতে বাড়ি ফিরে সব কাজ শেষে ঘুমোতে যাওয়ার আগে লাগান।
পদ্ধতি ৩
শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না। শরীরকে ভিতর থেকেও সতেজ রাখতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে টোম্যাটোর রস, পুদিনাপাতা, লেবুর রস ও স্বাদমতো নুন দিয়ে সরবত বানিয়ে খান। শরীর ঠাণ্ডা থাকবে আবার আস্তে আস্তে ডার্ক সার্কেলের সমস্যাও কমে যাবে।
পদ্ধতি ৪
৩-৪টে আমন্ড ও দুধ একসঙ্গে বেটে নিন। এই পেস্ট চোখের তলায় পুরু করে লাগান। ১০ থেকে ১৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। স্কিন টোন হালকা করতে সাহায্য করবে।
পদ্ধতি ৫
আনারসের রসের সঙ্গে সামান্য হলুদগুঁড়ো মিশিয়ে নিয়মিত ডার্ক সার্কেসের উপর লাগান। নিয়মিত লাগাতে পারলে খুব তাড়াতাড়িই ফল পাবেন।
পদ্ধতি ৬
রাতে বাড়ি ফিরে পুদিনাপাতা বেটে নিয়ে চোখের চারপাশে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট মতো লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
পদ্ধতি ৭
এত কিছু যদি করতে ইচ্ছে না করে, তাহলে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিটামিন ই এবং সি সমৃদ্ধ আই ক্রিম অথবা আন্ডার আই জেল লাগাতে পারেন।
সূত্র - নতুন বার্তা ডট কম