কানের ব্যথায় শিশুর কান্নাকাটি?
০৪ জুলাই, ১৩
Viewed#: 251
তিন বছরের কম বয়সী শিশুর ৩০ শতাংশই কখনো না-কখনো কানব্যথায় কান্নাকাটি করে থাকে। কানব্যথার কারণে স্কুলে অনুপস্থিতির হারও কম নয়। বেশির ভাগ ক্ষেত্রে এই কানব্যথার কারণ হলো মধ্যকর্ণে প্রদাহ বা সংক্রমণ। সাধারণ কানব্যথায় জ্বর তেমন না থাকলেও কানের পর্দা লাল হয়ে যায় এবং শিশুরা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে।

যেসব শিশু স্তন্য পান করেনি, পেসিফায়ার বা চুষনি খায়, যাদের অ্যাডিনয়েড আছে বা বাড়িতে অন্য কেউ সংক্রমণে ভুগছে, তাদের এটা বেশি হয়। পরোক্ষ ধূমপানকেও দায়ী করা হয়ে থাকে। বারবার মধ্যকর্ণে প্রদাহ হলে বা চিকিৎসা না করানো হলে পরবর্তী সময়ে কানপাকা, কানের পর্দা ফেটে যাওয়া বা কানে কম শোনার মতো জটিলতাও দেখা দিতে পারে। যেসব শিশুর বারবার এই সমস্যা হচ্ছে, তাদের সংক্রমণের উৎস খোঁজা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা, প্রয়োজনে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোক্কাল টিকা দেওয়া এবং অ্যাডিনয়েড আছে কি না, দেখা উচিত।
সূত্র - প্রথম আলো