home top banner

Health Tip

কম ক্যালোরির খাবার; যেগুলো খেলে ওজন বাড়বে না
02 July,14
Tagged In:  weight loss  quality food  
  Viewed#:   155

eating-best-low-calorie food

খাবার খাওয়া শেষ করে প্রায়শঃই বলতে হয়... নাহ একটু বেশি খাওয়া হয়ে গেলো। এরপর ওজন কমাতে গিয়ে তারা খাবারের তালিকা থেকে এটা ওটা বাদ দিতে থাকেন। কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে ওজন বাড়বে না। উপরন্তু বেশি খাওয়ার আগেই মস্তিষ্কে বার্তা পাঠাবে... রোসো আর খেওনা। তোমার পেট ভরে গেছে। আর সাথে সাথে একটি তৃপ্তির বার্তাও চলে যাবে মস্তিষ্কে। কি খাবার সেগুলো? কখন খেতে হবে সে খাবার? খাদ্য বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এমন ডজনখানেক খাবারের তালিকা করেছেন যে খাবারগুলো খেলে শরীরকে বাড়তি উপকার করে।


আপেল
 
apple
 
ধরা যাক আপেলের কথাই। বাংলাদেশি ফল না হলেও দেশের আনাচে কানাচে মেলে এই ফল। বলা যায় সারাবছরই মেলে। মূল খাবারের আধাঘণ্টা আগে একটি আপেল কেটে খেয়ে নিলে তাতে যে আঁশ আর পানি মিলবে তা মস্তিষ্ককে সক্রিয় করে রাখবে। ফলে মূল খাবার খেতে গিয়ে বেশি খেয়ে ফেলার হাত থেকে সুরক্ষা পাবেন। সপ্তাহের কাজের দিনগুলোতে কর্মক্ষেত্রে নিজেকে ফিট রাখতে এই অভ্যাস ভীষণ উপকারী।

ডাল
ডাল আর মটরশুটি জাতীয় খাদ্যের কথা খুব করে বলেন গবেষকরা। মসুরের ডাল, সিমবিচি, মটরশুটি সবকটিই প্রোটিনসম্মৃদ্ধ সুপারফুড হিসেবে পরিচিত। আঁশযুক্ত, বিষনাষক, ভিটামিন বি আর আয়রন সম্মৃদ্ধ এই খাবারগুলো। এই খাবারগুলো খাদ্য তালিকায় বেশি রাখলে অন্য খাবারে লাগাম রাখাও সহজ হবে। ওবিসিটি জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি বিশ্লেষণে দেখানো হয়েছে, খাবারের তালিকায় ডাল থাকলে মানুষ ৩১ শতাংশ বেশি পরিতৃপ্তি নিয়ে খাওয়া শেষ করতে পারে।

মরিচ
 
chili-peppers
 
মরিচের ঝালে কি দশা হয় তা প্রায় সবারই অভিজ্ঞতায় আছে। সম্প্রতি নেদারল্যান্ডসের ম্যাসট্রিচ ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখানো হয়েছে, খাদ্য তালিকায় মরিচের এই ঝাল খাবার নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। অ্যাপেটাইট জার্নালে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, প্রতিবার খাবারে এক চা চামচের চারভাগের একভাগ মরিচের গুঁড়ো খাবার গ্রহণে পরিতৃপ্তি আনে, কম খেয়েই খুশি যান যে কেউ। গবেষণা আরও নির্দিষ্ট করেছে, খাবারে মরিচ থাকলে মোট ক্যালোরি গ্রহণের মাত্রা ২৫ ভাগ কমে যায়। আরও একটু খাই, আরও একটু খাই এই মনোভাবই কাজ করবে না।


ডিম
সকাল বেলাটা যদি ডিম দিয়ে শুরু হয়, দুপুরের খাবার খাওয়া পর্যন্ত তার পরিতৃপ্তি থেকে যায়। যুক্তরাষ্ট্রে কলাম্বিয়ার ইউনিভার্সিটি অব মিসৌরির প্রোটিনের শক্তি বিষয়ক গবেষণায় বলা হয়েছে, ৩০০ ক্যালোরির ব্রেকফাস্টে ৩০ থেকে ৩৯ গ্রাম পর্যন্ত আমিষ থাকতে পারে। আর সেক্ষেত্রে ডিমকেই অগ্রাধিকার দিতে হবে। এতে দুপুরের খাবারের আগে পর্যন্ত ক্ষুধাক্ষুধা ভাব দূর করে। কেবল তাই নয়, একটি উচ্চ আমিষ সম্মৃদ্ধ ব্রেকফাস্ট গোটা দিনে মোট ক্যালরি গ্রহণের মাত্রা কমিয়ে দেয়।

বাদাম
 
nut
 
বাদাম আরেকটি দারুণ খাবার যা কম খাদ্য গ্রহণে সহায়তা করে। ব্রিটিশ জার্নাল অব নিউট্রিশন এর গবেষণায় দেখানে হয়েছে মোটা হয়ে যাওয়া নারী যদি দেড় আউন্স পিনাট অথবা তিন টেবিল চামচ পিনাট বাটার সহযোগে গমের সিরিয়াল আর এক গ্লাস অরেঞ্জ জুস খেয়ে নেন তাহলে টানা ১২ ঘণ্টা কোনো ক্ষুধাই অনুভব করবেন না। বাদাম প্রকৃতির দেওয়া এক অসাধারণ খাদ্য যা স্যাচুরেটেড ফ্যাটমুক্ত সঙ্গে রয়েছে আমিষ ও পর্যাপ্ত আঁশ। বাদাম মানব দেহে ব্লাড সুগার নিয়ন্ত্রণে এবং হজমে সহায়তা করে।

পানি
স্রেফ পানি খান, ক্ষুধা কমে যাবে। দুইভাগ হাইড্রোজেন ও একভাগ অক্সিজেনে সংমিশ্রনে যে পানি হয় তাও ক্ষুধার সঙ্গে লড়াই করতে পারে। কেন? ক্ষুধা ও তৃষ্ণা এই দুইয়েরই লক্ষণগুলো একইরকম- শক্তি কমে যায়, বিমর্ষ করে দেয়, মস্তিষ্কের সক্রিয়তা কমায়। বিকেলে লম্বাটে আকারের এক গ্লাস পানি খেয়ে বিকেলের খাবার সরিয়ে রাখতে পারেন। মিনিট দশেক অপেক্ষা করলে খাবারগুলোর কথাই ভুলে যাবেন। এতে কয়েকশ ক্যালোরি গলধকরণ করা থেকে মুক্তি মিলবে।

চকোলেট
 
dark-choklet
 
মিষ্টিজাতীয় খাবারে কার না আগ্রহ! কিন্তু মিষ্টি ক্ষতিকর। তবে মিষ্টি জাতীয় কিছু যদি খেতেই হয় ডার্ক চকোলেট খান। গবেষকরা বলছেন ডার্ক চকোলেট রক্তচাপ কমাতে সহায়তা করে এবং হৃদযন্ত্র ও মস্তিষ্ককে সুরক্ষা দেয়। যারা মিল্ক চকোলেটে অভ্যস্ত তাদের জন্য বার্তা হচ্ছে একবার ডার্ক চকোলেট চেখে দেখুন ভালো লাগবে। মিষ্টি বা নোনতাজাতীয় খাবারের প্রতি আগ্রহও কমে আসবে। আর ডার্ক চকোলেটের একটি বার খেলে মূল খাবারে ক্যালোরি গ্রহণের মাত্রা ১৭ ভাগ কমিয়ে দেবে।

স্যুপ
স্যুপ উপাদেয় খাদ্য। তবে সেই স্যুপ স্বল্প ক্যালোরির খাবারে তৈরি হতে হবে। কেউ এমন স্বল্প ক্যালোরির একবাটি স্যুপ দুপুরের খাবারের আগে খেয়ে নিলে পুরো খাবারে তার ক্যালোরি গ্রহণের মাত্রা ২০ ভাগ কমে যেতে পারে। স্যুপ এক ধরনের পরিতৃপ্তি দেয়। ফলে পরে অনেক খাবার না খেয়েও পূর্ণ তৃপ্তি নিয়ে খাবার শেষ করা যায়।

ঘোল
দুধের ঘোল অনেকেরই প্রিয়। তবে তার খাদ্যগুন জানলে ঘোল স্থান করে নিতে পারে নিত্য দিনের খাবার মেনুতে। বলা হয় ঘোল অন্যতম পেট ভরে রাখার মতো আমিষসম্মৃদ্ধ খাবার। অ্যাপেটাইট জার্নালে প্রকাশিত একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, এক গ্রাস ঘোল খাওয়ার দুই ঘণ্টা পর যদি কেউ মূল খাবার খেতে যান তিনি অন্তত ১৮ ভাগ কম ক্যালোরি খাবেন।

ছাতু
 
oatmeal
 
যবের গুঁড়া বা ছাতু খেলে দীর্ঘক্ষণ ভরপেট অনুভূতি থাকে। আমেরিকান কলেজ অব নিউট্রিশন এর জার্নালে এ কথা বলা হয়েছে। এই গবেষণায় অংশগ্রহণকারীদের একদলকে ২৫০ ক্যালোরির ছাতু এবং অন্যদলকে ১১৩ কালোরির দুধ খেতে দেওয়া হয়। এরমধ্যে ছাতু যারা খেলেন তারা ক্ষুধা অনুভব করলেন অনেক পরে। কেন এমন হয়? যবের গুঁড়া বা ছাতুতে উচ্চ মাত্রায় আঁশ ও আমিষ থাকে। অল্প পরিমানেও তা দেয় বড় পরিতৃপ্তি।

অ্যাভোকাডো
নিউট্রিশনাল জার্নালে একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে, দুপুরের খাবারে আধাখানেক অ্যাভোকাডো খেয়ে নিলে বিকেলের একটি ভাতঘুমের সমান আরাম মিলবে শরীরে। আর নারীরা খেলেতো কথাই নেই। খাবারের তৃপ্তি পাবে পুরুষের চেয়ে ২২ শতাংশ বেশি। আর অ্যাভোকাডো বিহীন একটি লাঞ্চের পর তিন ঘণ্টার মাথায় হালকা স্ন্যাকস খাওয়ার যে ইচ্ছা তৈরি হয় তা অ্যাভোকাডো থাকলে তা ২৪ শতাংশ কমে যাবে।

পিকেলস
 
Pickles
 
ভিনেগারে ভিজানো বা লবন দিয়ে সিদ্ধ শসা কিংবা বাধাকপি বা অন্যান্য সব্জিতে সল্পমাত্রায় ফ্যাটি অ্যাসিড (এসসিএফএ) থাকে। এবং সাম্প্রতিক গবেষণায় নিউইয়র্ক অ্যাকাডেমি ও সায়েন্সেস দেখিয়েছে, এই খাবারগুলো মূল খাবারের সঙ্গে অ্যাপেটাইজার হিসাবে খাওয়া হলে উদর ও মস্তিস্কের মধ্যে এক ধরনের যোগাযোগ সৃষ্টি করে। এসসিএফএ শরীরে হরমোন সৃষ্টিতে সহায়তা করে আর খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্কবার্তা পৌছে দেয়। ফলে খাদ্য গ্রহণে এক ধরনের নিয়ন্ত্রণ কাজ করে, যা ওজন কমাতে সাহায্য করে।

সূত্র - বাংলানিউস টোয়েন্টিফোর

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: খাবারে অরুচি?
Previous Health Tips: দাঁতের মাড়ি থেকে রক্ত পরা প্রতিরোধের কার্যকরী উপায়

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')