লেবুর সেরা ৬ স্বাস্থ্য উপকারিতা
২৯ মার্চ, ১৪
Viewed#: 313 Favorites#: 1
ভিটামিন ‘সি’ সমৃদ্ধ লেবুর গুণাগুণ নিয়ে সারা বিশ্বে নানা সময়ে পরিচালিত হয়েছে অসংখ্য গবেষণা। সেসব গবেষণায় লেবুর বহুমুখী স্বাস্থ্য উপকারিতার বিষয়গুলো উঠে এসেছে। লেবুতে ভিটামিন সি ছাড়াও রয়েছে ফ্ল্যাভনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ। সারা বিশ্বের প্রতিটি দেশেই সালাদ, জ্যুস, রান্নাবান্না, চিকিৎসাসহ অগণিত ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় লেবু।
নিচে লেবুর ৬টি স্বাস্থ্য উপকারিতা উপস্থাপন করা হলো:
১) হজমে সমস্যা এবং পেট ফাঁপায় লেবু ওষুধের মতো কাজ করে।
২) প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বা জীবাণুনাশক হিসেবে লেবুর ভূমিকা অসামান্য। ব্রণ, মেছতা বা কোন দাগ দূর করতে লেবু ব্যবহার করা হয়।
৩) ভোরে ঘুম থেকে উঠে হালকা গরম পানিতে লেবু ও সামান্য মধু মিশিয়ে নিয়মিত পানের অভ্যাস বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে।
৪) লেবুর সরবত অবসাদ বা ক্লান্তি এবং মাথাঘোরা ভাব দূর করে।
৫) মুখের দুর্গন্ধ দূর করে লেবু এবং দীর্ঘক্ষণ সজীব রাখে।
৬) ভিটামিন ‘সি’ সমৃদ্ধ হওয়ায় ত্বকের নানা সমস্যা দূর করার পাশাপাশি ত্বককে রাখে সতেজ ও যৌবনোদ্দীপ্ত।
সূত্র - দৈনিক মানবজমিন