সকাল বেলা শারীরিক সম্পর্কের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হওয়ার কারণ
28 January,14
Viewed#: 2664 Comments#: 2 Favorites#: 1
নারী এবং পুরুষের যৌনতার মধ্যে অনেক পার্থক্যের মধ্যে একটি হল পুরুষেরা সকালে যৌনক্রিয়া উপভোগ করতে পছন্দ করে, কিন্তু বেশীর ভাগ নারী বেডরুমের কার্যকলাপ রাতের জন্যই সংরক্ষিত রাখতে পছন্দ করে। এটি সম্ভবত এমন একটি বিষয়ের সাথে বেশী জড়িত যাকে nocturnal penile tumescence (NPT) বলা হয়ে থাকে, যার কারণে ঘুমের মধ্যে একজন পুরুষের কোনরূপ লিঙ্গোত্থান জনিত সমস্যা ছাড়াই তিন থেকে পাঁচ বার লিঙ্গোত্থান ঘটে থাকে। আরও সাধারণ ভাবে NPT কে “morning wood” বা “morning glory” বলা হয়ে থাকে। আপনি এটাকে যে নামেই ডাকেন না কেন, লিঙ্গোত্থিত অবস্থায় ঘুম থেকে উঠা কোন একটি কিছু শুরুর একটু পূর্বের জন্য বেশ উপযুক্ত কারণ। দুর্ভাগ্যবশত, আপনার সঙ্গিনী ঘুম থেকে উঠে চোখ খোলার মুহূর্তে উপযুক্ত মেজাজে নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি তাকে যথাযথ ভাবে অনুপ্রানিত করতে পারেন তবে সে খুব দ্রুত আপনার মতই সকাল বেলার যৌনক্রিয়ায় উৎসাহী হয়ে উঠবে।
আমাদের কাছে কিছু কৌশল আছে যার মাধ্যমে আপনাদের প্রাতঃকালিন যৌনক্রিয়ার পর্বটিকে সম্পূর্ণরূপে আকর্ষণীয় এবং চরম উপভোগ্য করে তুলতে পারবেন।
আপনার প্রিয় সঙ্গিনীর সাথে ছন্দময় সকাল উপভোগের জন্য. . . . .
১. আগেভাগে রাতেই প্রস্তুতি নিনঃ
ঠিক যখন আপনি প্রাতঃকালিন কার্যক্রমের জন্য উপযুক্ত মেজাজে থাকবেন তখন প্রতিকুল যেকোনো অনুভূতি পরিহারের জন্য, নিজেকে রাতে আগেভাগেই প্রস্তুত করে রাখুন। কিছু নিঃশ্বাস সুগন্ধিকারক (breath mint) বিছানার পাশে রাখুন, যাতে করে সবকিছু যৌনআবেদনময় হতে শুরু হওয়ার আগেই যেন সকাল বেলার কিছু অস্বস্তি পরিহার করতে পারেন। এছাড়াও, ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই বাথরুমে যাবেন যাতে ঘুম থেকে উঠার সাথে সাথেই মূত্রত্যাগ করতে না হয়।
২. আলতো ভাবে আপনার সঙ্গিনীকে ঘুম থেকে জাগানঃ
এর সম্ভাবনা বেশী যে সকালের শুরুতে আপনার সঙ্গিনী জানেই না আপনি বিশেষ মেজাজে আছেন। সুতরাং, কোমল ও ধীর স্পর্শের মাধ্যমে শুরু করুন এবং আপনার সংবেদনশীল আহ্বানের মাধ্যমে আপনার সঙ্গিনীকে ইতিবাচক, অনুরাগসিক্ত মেজাজে জাগিয়ে তুলুন যা আরও বেশী এমন সম্ভাবনা তৈরি করবে যাতে আপনাদের উভয়ের জন্যই প্রাতঃকালিন যৌনক্রিয়া বেশ উপভোগ্য হয়ে উঠবে।
একে অন্যের প্রতি কামার্ত চুম্বন, দংশন এবং আলিঙ্গনে উদ্যোগী হন
সত্যি বলতে কি, ব্রাশ করার পূর্বে চুম্বন মুড নষ্ট হওয়ার বড় ধরণের কারণ হতে পারে। কিন্তু চুম্বন ছাড়া মিলন একেবারেই বেমানান, ঠিক? মুখে মুখ অবস্থানে রত হওয়ার পরিবর্তে, আপনার ঠোঁট তার শরীরের উপরের বাকি কোন অংশে নিয়ে শুরু করতে পারেন।
৩. সময়ের কথা মনে রাখবেন
আপনাদের কোন একজন কাজে যাবার আগে একটু আনন্দে রত হওয়ার জন্য যথেষ্ট আগেই ঘুম থেকে জাগা বেশ গুরুত্বপূর্ণ। ছোট্ট সকালে একটি উপভোগ্য সময় রচনা করার মাধ্যমে দিন শুরু করার জন্য আপনাদের উভয়েরই পর্যাপ্ত সময় দেয়ার প্রয়োজন। সবচেয়ে ভাল হয় যদি আপনি আপনার সঙ্গীর আগে ঘুম থেকে উঠতে পারেন, এতে করে আপনি তাকে আপনার স্পর্শের দ্বারা উত্তেজিত করার মাধ্যমে সজাগ করতে পারবেন।
৪. যদি পারেন দাঁত ব্রাশ করুনঃ
মিলনের সময় নিঃশ্বাসের বাজে গন্ধের চেয়ে খারাপ আর কিছু হতে পারে না! যদিও আপনার পাশে মিন্ট রাখা আছে, তবুও আপনি যদি ব্রাশ করতে পারেন তবে সজীব নিঃশ্বাস মিলনে নতুন মাত্রা যোগ করবে। এর জন্য আপনি আপনার সঙ্গীর একটু আগে ঘুম থেকে সজাগ হবেন, তাই নয় কি?
সুতরাং, রেডি হন, শুরু করুন! চমৎকার একটা সকাল কাটুক!
Comments