শরীরচর্চা না করে কিভাবে ওজন কমাবেন
২৭ জানুয়ারী, ১৪
Viewed#: 1077
জিমে গিয়ে অযথা টাকা খরচ করা ওজন কমানোর একমাত্র উপায় নয়। আপনি কি খাচ্ছেন তা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কিভাবে খাচ্ছেন তার মাধ্যমেও আপনি কাঙ্খিত ওজন অর্জনে সাহায্য পেতে পারেন। আসুন পুষ্টি সংক্রান্ত কিছু টিপস বেছে নেই যা আপনার বিপাক প্রক্রিয়া বাড়াতে সাহায্য করবে। এগুলি অনুসরণ করার মাধ্যমে আপনি নিজে নিজেই শরীর থেকে ঘাম না ঝরিয়ে ১০ পাউন্ড ওজন কমাতে পারেন।
আপনার বিপাক ক্রিয়া যা দিয়ে বাড়াতে পারেন. . . . . .
স্বাস্থ্যকর ফ্যাট
গবেষণাতে দেখা গেছে যে সকালের নাস্তায় ফ্যাটযুক্ত খাবার গ্রহণে আপনার দেহের মেদ কমা শুরু হবে এবং তা আপনার দেহকে সারাদিন ব্যাপী আরও বেশী ক্যালরি ব্যবহারে সাহায্য করবে।
সকালের নাস্তায় নিম্নলিখিত খাবার খেয়ে দেখতে পারেনঃ
১ টেবিল চামচ অলিভ অয়েল বা ক্যানোলা অয়েল দিয়ে রান্না করা ২ টি ডিম
হোল-হুইট টোষ্টের সাথে ২ টেবিল চামচ পিনাট বাটার
ইংলিশ মাফিনের উপর ১ ফালি অ্যাভোকাডো এবং সাথে ১ ফালি পনির
ঠাণ্ডা পানি
একটি গবেষণাতে দেখা গেছে প্রতি গ্লাসে ৮ আউন্স করে দুই গ্লাস পানি পানে আপনার বিপাক ক্রিয়া ৩০% বেড়ে যায় এবং পানি ঠাণ্ডা হলে তা আরও একটু বেশী বেড়ে যায়।
প্রতিবার খাবার গ্রহণের সময় এক গ্লাস পানিতে (বা চিনি বিহীন আইস টি যা আপনাকে এক বিন্দু ক্যাফিনও দিবে) চুমুক দিন। এর সাথে সুগন্ধ এবং ভিটামিন সি যোগ করার জন্য এক পাত্র পানিতে লেবুর টুকরা দিয়ে তা পান করার আগে সারারাত ফ্রিজে রেখে দিন।
দানা শস্য
গবেষণাতে দেখা গেছে যে প্রক্রিয়াজাত খাবারের চেয়ে দানা শস্য জাতীয় তাজা খাবার হজমে আপনার শরীরে আরও বেশী ক্যালরি খরচের প্রয়োজন হয়।
“অর্ধেক” পদ্ধতি অনুসরণ করে দানা শস্যকে রুপান্তরিত করে নিন। পাস্তা জাতীয় খাবার তৈরিতে অর্ধেক পরিমাণে দানা শস্য এবং অর্ধেক পরিমাণে এর প্রক্রিয়াজাতকৃত অংশ ব্যবহার করা শুরু করুন। আপনার নিয়মিত নাস্তায় শস্যজাত খাবারের (cereal) সাথে এর আধা কাপ উচ্চ আঁশ সমৃদ্ধ রকমের অংশ মিশিয়ে নিন (প্রতিবারের খাবারে অন্তত ৩ গ্রাম করে)।
মশলা
আদা এবং দারুচিনি আপনার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়, সুতরাং তাপমাত্রা নামিয়ে আনতে আপনার বিপাক ক্রিয়া একটু বেড়ে যায়।
১ টেবিল চামচ আদা বাটা ওটমিল এবং smoothies এবং lemon-lime seltzer এর উপর ছড়িয়ে দিন। এক চিমটি দারুচিনি এক বোল বাটার নাট স্কোয়াশ স্যুপের সাথে মিশিয়ে নিন।