
শীত শেষাবধি চলেই এল। এ সময় সবকিছুতেই শুষ্কতা আলিঙ্গন করে বসে। মানুষের ত্বক থেকে শুরু করে জীবন যাপন এমনকি খাবার দাবারেও প্রভাব ফেলে কুয়াশা সম্পন্ন এ ঋতু। তাই এই সময়ে কিছু বিষয় মেনে চললে সহজেই ফলমূল ও শাক-সবজির সতেজতা রক্ষা করতে পারবেন...
♦ বাঁধাকপি ও ফুলকপির তাজা ভাব বজায় রাখার জন্য রান্নার সময় ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। দেখবেন সবজির সুন্দর সাদা রঙ বজায় রয়েছে।ফুলকপি ছোট ছোট করে কেটে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখুন।
♦ লেটুস পাতা, পালংশাকের মতো সবুজ সবজি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে প্লাস্টিকের প্যাকেটে ভরে ফ্রিজে রাখুন। ১ সপ্তাহের মতো ফ্রেশ থাকবে।
♦ লেটুস পাতার তাজা ভাব বজায় রাখার জন্য ধোয়ার সময় পানির মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে নিন। লেটুস পাতার মতো সবুজ শাকসবজির পাতা প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে স্টোর করুন।
♦ টমেটোর তাজা ভাব বজায় রাখার জন্য ব্রাউন পেপার ব্যাগে ফ্রিজে স্টোর করুন। একইভাবে মাশরুমও স্টোর করতে পারবেন।আদা ফ্রিজে রেখে দিলে অনেক দিন তাজা থাকবে।
♦ কাঁচা মরিচের বোঁটা ছাড়িয়ে নিয়ে প্লাস্টিকের বক্সে রেখে দিলে অনেক দিন তাজা থাকবে।গাজর ফ্রিজে রাখুন। বাইরে বেশিদিন ফেলে রাখবেন না।পেঁয়াজ ও বেগুন ফ্রিজের বাইরে রাখুন। ভালো থাকবে।
♦ ক্যাপসিকাম না কেটে আস্ত রাখতে পারলেই ভালো। তাহলে তাড়াতাড়ি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না।
♦ আলু বেশিদিন ভালো রাখার জন্য ঝুড়িতে রাখুন। তাহলে আলু সহজে পচে যাবে না। পচা আলু বেছে ফেলে দিন। কারণ পচা আলুর সংস্পর্শে ভালো আলু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
সূত্র – পরিবর্তন কম

